Delhi Airport

চার থেকে ছ’মাস বন্ধ থাকবে দিল্লি বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল! কী বললেন কর্তৃপক্ষ

এই বিমানবন্দরে তিনটি টার্মিনাল রয়েছে। টার্মিনাল ১, ২ এবং ৩। বর্তমানে ১ এবং ২ নম্বর টার্মিনাল থেকে অন্তর্দেশীয় বিমান ওঠানামা করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৬:৪৮
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল। ছবি: সংগৃহীত।

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল। ছবি: সংগৃহীত।

চার থেকে ছ’মাস বন্ধ থাকবে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর। শুক্রবার এমনই জানিয়েছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (ডায়াল)। আগামী অর্থবর্ষে (২০২৫-২৬) টার্মিনাল মেরামতির কাজ শুরু হবে। তার জেরেই বন্ধ রাখা হবে টার্মিনাল ২।

Advertisement

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এই বিমানবন্দরে তিনটি টার্মিনাল রয়েছে। টার্মিনাল ১, ২ এবং ৩। বর্তমানে ১ এবং ২ নম্বর টার্মিনাল থেকে অন্তর্দেশীয় বিমান ওঠানামা করে। ডায়াল এক বিবৃতি জারি করে জানিয়েছে, প্রায় চার দশক পুরনো ২ নম্বর টার্মিনাল মেরামতির জন্য আগামী অর্থবর্ষে চার থেকে ছ’মাস বন্ধ রাখা হবে। তবে সেপ্টেম্বর ত্রৈমাসিকের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে। তার জেরে পরিষেবা সামান্য বিঘ্নিত হতে পারে।

২ নম্বর টার্মিনাল থেকে যে হেতু অন্তর্দেশীয় বিমান ওঠানামা করে, বন্ধ থাকলে অন্য টার্মিনালগুলির উপর চাপ বাড়বে। ডায়াল জানিয়েছে, সে ক্ষেত্রে টার্মিনাল ১-এর উপর বাড়তি চাপ হবে। তবে পরিষেবা যাতে মসৃণ রাখা যায় ওই সময়ে, তার পুরোদস্তুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, ২ নম্বর টার্মিনাল ৪০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। কয়েক দশকের পুরনো এই টার্মিনালকে অত্যাধুনিক পর্যায়ে উন্নীত করতে কিছু মেরামতির প্রয়োজন। আর সে কারণেই ওই টার্মিনাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, যাত্রীচাহিদার কথা মাথায় রেখে বিমানবন্দরের ধারণক্ষমতাও বৃদ্ধি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডায়াল-এর সিইও বিদেশিকুমার জয়পুরিয়ার জানিয়েছেন, এই মেরামতির প্রয়োজন রয়েছে। যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই বেশ কিছু সংস্কার করা হচ্ছে ২ নম্বর টার্মিনালে। প্রসঙ্গত, এই বিমানবন্দর থেকে প্রতি দিন ১৩০০ বিমান ওঠানামা করে।

Advertisement
আরও পড়ুন