India vs Australia

বিশ্বকাপের আগে ভারত সফরেও চোট সমস্যায় অস্ট্রেলিয়া, দলে যোগ তরুণ ক্রিকেটারের

এক দিনের বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলতে আসছে অস্ট্রেলিয়া। তার আগে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সব থেকে বড় চিন্তা চোট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩০
Australian team

অস্ট্রেলিয়া ক্রিকেট দল। —ফাইল চিত্র

ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সব থেকে বড় চিন্তা চোট। তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলতে ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার দলে যোগ দিলেন অলরাউন্ডার অ্যারন হার্ডি। দলের দুই ক্রিকেটার শন অ্যাবট ও নেথান এলিস দক্ষিণ আফ্রিকা সফরে হালকা চোট পাওয়ায় হার্ডিকে দলে নেওয়া হয়েছে।

Advertisement

ভারতের বিরুদ্ধে প্রথমে ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। সেখানে ফেরানো হয়েছে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে চোট পেয়েছিলেন তাঁরা। তিন ক্রিকেটার এখন অনেকটাই সুস্থ বলে খবর। তাই তাঁদের দলে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছেন ট্রাভিস হেড। তাই ভারত সফর থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। হেডের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে ম্যাথু শর্টকে। অস্ট্রেলিয়ার হয়ে এখনও এক দিনের ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর। বাদ পড়েছেন অ্যারন হার্ডি, টিম ডেভিড ও মাইকেল নেসের। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন স্পিনার অ্যাস্টন অ্যাগার।

ভারতের বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর মোহালিতে প্রথম এক দিনের ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২৪ সেপ্টেম্বর ইনদওর ও ২৭ সেপ্টেম্বর রাজকোটে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ৫ অক্টোবর থেকে শুরু এক দিনের বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।

ভারত সফরে অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, নেথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজ়লউড, জশ ইংলিশ, স্পেনসার জনসন, মার্নাশ লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সঙ্গ, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিটেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ়াম্পা ও অ্যারন হার্ডি।

Advertisement
আরও পড়ুন