Vaibhav Suryavanshi

রানে ফিরলেন বৈভব, ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত, ছোটদের এশিয়া কাপে সেমিতে দল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম দু’টি ম্যাচে সে ভাবে রান না পাওয়া বৈভব অবশেষে রানে ফিরলেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অপরাজিত রইলেন ৭৬ রানে। দলকে জিতিয়ে তুললেন সেমিফাইনালে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৯
Vaibhab Suryavanshi

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বিক্রি হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে ১৩ বছরের বৈভব সূর্যবংশী। নজরে রয়েছে তাঁর পারফরম্যান্স। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম দু’টি ম্যাচে সে ভাবে রান না পাওয়া বৈভব অবশেষে রানে ফিরলেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অপরাজিত রইলেন ৭৬ রানে। দলকে জিতিয়ে তুললেন সেমিফাইনালে।

Advertisement

আমিরশাহি প্রথমে ব্যাট করে ১৩৭ রানের বেশি করতে পারেনি। ফলে বৈভবদের মাথায় খুব বেশি চাপ ছিল না। বাংলার পেসার যুধাজিত গুহ ৩ উইকেট নেন। আরব আমিরশাহির ইনিংসের শুরু এবং শেষ উইকেটটি নেন তিনিই। আমিরশাহির মিডল অর্ডার ভাঙেন চেতন শর্মা (২ উইকেট), হার্দিক রাজ (২ উইকেট), কেপি কার্তিকেয় (১ উইকেট) এবং আয়ুষ মাত্রে (১ উইকেট)। ৪৪ ওভার ব্যাট করলেও আমিরশাহিকে কখনও মনে হয়নি ভারতকে বেগ দিতে পারবে।

ব্যাট হাতে ব্যর্থ হওয়া আমিরশাহি, বল হাতেও তেমন কিছু করতে পারেনি। ভারতের দুই ওপেনার বৈভব এবং আয়ুষ মিলে জয়ের রান তুলে নেয়। ৪৬ বলে ৭৬ রান করে অপরাজিত বৈভব। আয়ুষ ৫১ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। বৈভব ছ’টি ছক্কা এবং তিনটি চার মারেন। চারটি করে চার এবং ছক্কা মারেন আয়ুষ। টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করে ভারতের দুই ব্যাটার।

ভারত ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে। শুক্রবার হবে দু’টি সেমিফাইনাল। ভারতকে খেলতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলবে। ফাইনাল রবিবার।

Advertisement
আরও পড়ুন