Bangladesh Cricket

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের, সিরিজ় ড্র তাইজুলের দাপটে

১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জিতল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ়ের লক্ষ্য ছিল ২৮৭ রানের। কিন্তু ১৮৫ রানে অলআউট হয়ে গেল তারা। দু’টি সেশন পুরো খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:০৯
Bangladesh Cricket

উচ্ছ্বাস বাংলাদেশের। —ফাইল চিত্র।

সাবাইনা পার্কে বাংলাদেশের পেসার তাইজুল ইসলামের দাপট। তাঁর দাপটেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ১০১ রানে জিতে নিল বাংলাদেশ। সেই সঙ্গে ১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জিতল তারা। ওয়েস্ট ইন্ডিজ়ের লক্ষ্য ছিল ২৮৭ রানের। কিন্তু ১৮৫ রানে অলআউট হয়ে গেল তারা। দু’টি সেশন পুরো খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তাদের মাটিতে শেষ সাতটি টেস্টেই হেরেছিল বাংলাদেশ। এই সিরিজ়ের প্রথম ম্যাচে অ্যান্টিগুয়াতেও হেরেছিল তারা। দ্বিতীয় ম্যাচে জয়ের অন্যতম কাণ্ডারি তাইজুল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। বিদেশের মাটিতে শেষ আড়াই বছরে এটাই তাইজুলের সেরা পারফরম্যান্স। ২০১৪ সালে টেস্ট অভিষেকের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতেও এটাই তাঁর সেরা বোলিং।

প্রথম ইনিংসে বাংলাদেশ শেষ হয়ে যায় মাত্র ১৬৪ রানে। শাদমান ইসলাম করেন ৬৪ রান। বাকি কেউ তেমন রান করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে জেডন সিলস নেন ৪ উইকেট। শামার জোসেফ নেন ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ় ব্যাট করতে নামলে তাদের ১৪৬ রানে আটকে দেন বাংলাদেশের বোলারেরা। ৫ উইকেট নেন পেসার নাহিদ রানা। ২ উইকেট হাসান মেহমুদের। একটি করে উইকেট তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজের।

দ্বিতীয় ইনিংসে জাকের আলির ৯১ রানে ভর করে ২৬৮ রান তোলে বাংলাদেশ। ৪৬ রান করেন শাদমান ইসলাম। ২৮৭ রানের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে। কিন্তু তাইজুলের দাপটে ক্যারিবিয়ান বাহিনী শেষ হয়ে যায় ১৮৫ রানে। ১০১ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

Advertisement
আরও পড়ুন