Border-Gavaskar Trophy 2024-25

বিরাটদের অনুশীলনে ৩০০০ ভক্ত! রোহিতদের ছক্কা মারতে উস্কানি, আবার অস্ট্রেলিয়ায় দর্শক-সমস্যা

২০২০-২১ মরসুমে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের বর্ণবিদ্বেষী ঘটনার পুনরাবৃত্তি চাইছে না অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অন্য দিকে, ভারতীয় দলের অনুশীলনে এখন থেকে আর দর্শকেরা থাকতে পারবেন না। নিয়ম করে দর্শক ঢোকা বন্ধ করে দিল ভারতীয় ক্রিকেট দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১
Virat Kohli

অ্যাডিলেডে অনুশীলনে দর্শক। মাঠ ছাড়ছেন বিরাট কোহলি। ছবি: গেটি ইমেজস।

ভারতীয় দলের অনুশীলনে এখন থেকে আর দর্শকেরা থাকতে পারবেন না। নিয়ম করে দর্শক ঢোকা বন্ধ করে দিল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, ঋষভ পন্থদের উত্ত্যক্ত করার জন্য দর্শকদের আগামী দিনে অনুশীলনে ঢোকা বন্ধ করে দেওয়া হল। অন্য দিকে, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে এর আগে বর্ণবিদ্বেষী ঘটনা ঘটেছিল। মহম্মদ সিরাজকে বাঁদর, কুকুর বলা হয়েছিল দর্শকাসন থেকে। ২০২০-২১ মরসুমে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ঘোষণার দিনেই ভারতীয় দলের অনুশীলনে দর্শক ঢোকা বন্ধ করে দেওয়া হল। অ্যাডিলেডে ভারতের অনুশীলনের সময় প্রায় ৩০০০ দর্শক স্টেডিয়ামে ছিলেন। ভারতীয় দলের কোনও এক জন ক্রিকেটারের শরীর নিয়ে কটাক্ষ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তাঁরা রোহিত শর্মা এবং ঋষভ পন্থকে ছক্কা মারার জন্য জোর করছিলেন, যা ভারতের অনুশীলনে ব্যাঘাত ঘটায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “খুব জঘন্য অবস্থা। অস্ট্রেলিয়ার অনুশীলনের সময় ৭০ জনের বেশি দর্শক ছিল না। ভারতের সময় সেটাই ৩০০০ হয়ে যায়। কেউ ভাবেনি এত দর্শক অনুশীলনে থাকবে।” আগামী দিনে ভারতের আর কোনও অনুশীলনে দর্শকদের ঢুকতে দেওয়া হবে না।

অন্য দিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা মাইকেল ন্যাপার জানিয়েছেন, বর্ণবিদ্বেষী আক্রমণ করলে সঙ্গে সঙ্গে সেই দর্শককে মাঠ থেকে বার করে দেওয়া হবে। ভারতের যে যে মাঠে খেলা রয়েছে, সব জায়গাতেই এই নিয়ম মানা হবে। শুধু মাঠ থেকে বার করে দেওয়াই নয়, সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তা। আগামী দিনে সেই ব্যক্তির মাঠে ঢোকা বন্ধও করে দেওয়া হতে পারে। শুধু সিনিয়রদের ক্রিকেটে নয়, জুনিয়রদের ক্রিকেটেও এই নিয়ম মানা হবে বলে জানিয়েছেন ন্যাপার।

ন্যাপার বলেন, “আমাদের মানতেই হবে যে সমাজে এখনও বর্ণবিদ্বেষ রয়েছে। দুঃখজনক হলেও এটা এখনও থাকবে। আমাদের চেষ্টা করতে হবে খেলার জগত থেকে বর্ণবিদ্বেষকে সরিয়ে দিতে। মাঠ এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে সকলে এসে আনন্দ করবে। আমি আশা রাখি এমন একটা জায়গা তৈরি করতে পারব।”

Advertisement
আরও পড়ুন