মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম প্রাক্তন ফুটবলার শৈলেন মান্নার নামে করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়াকে এই নির্দেশ দেন তিনি।
২০১৫ সালের জুনে হাওড়া পুরনিগম একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছিল, ড্রেনেজ ক্যানাল রোড হবে পাঁচ জন বিশিষ্ট ব্যক্তির নামে। রাস্তার বিভিন্ন অংশের নাম বিভিন্ন জনের নামে নামকরণ হয়। সেই অনুযায়ী ভোলানাথ চক্রবর্তী সরণি, কানাইলাল ভট্টাচার্য সরণি, অসিত বন্দ্যোপাধ্যায় সরণি, নরেশ দাশগুপ্ত সরণি এবং জ্ঞান সেন সরণি নামে চিহ্নিত হয় রাস্তার বিভিন্ন অংশ। সংলগ্ন ইস্ট-ওয়েস্ট রোডের নাম দেওয়া হয় শৈলেন মান্না সরণি। মঙ্গলবার বাকি সকলের নাম সরিয়ে মুখ্যমন্ত্রী শুধু প্রয়াত ফুটবলারের নাম রাখার কথা বলায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। যদিও রাজ্যের ভূমিরাজস্ব দফতরে হাওড়া পুরনিগমের নাম পরিবর্তনের বিষয়টি নথিভুক্ত নেই। সেখানে এখনও ড্রেনেজ ক্যানাল রোড এবং ইস্ট-ওয়েস্ট রোড নামেই রয়েছে রাস্তা দু’টি।
মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিরোধীরা। হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী বলেছেন, ‘‘২০১৫ সালে তৃণমূল পরিচালিত বোর্ডে মিটিং করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছিল ড্রেনেজ ক্যানাল রোড হাওড়ার ছ’জন বিশিষ্ট মানুষের নামে করার। বিজ্ঞপ্তি জারি করে কাজও হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, তাতে শৈলেন মান্না ছাড়া বাকিদের নাম মুছে যাবে।’’ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত হাওড়ার মানুষের ভাবাবেগে আঘাত করবে বলেও দাবি করেছেন বর্তমানে বিজেপি নেতা রথীন। জেলা প্রশাসন সূত্রে খবর, সম্ভবত আগামী বৃহস্পতিবার শৈলেন মান্না রোডের শিল্যান্যাস করবেন মুখ্যমন্ত্রী।