BGT 2024-25

অ্যাডিলেডে ব্যর্থ রোহিতদের পাশে পুজারা, প্রথম একাদশে একটি পরিবর্তনের পরামর্শ

গোলাপি বলের টেস্টে ব্যাটিং অর্ডার ব্যর্থ হলেও পরিবর্তনের পক্ষে নন পুজারা। দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটারের মতে এক জন অলরাউন্ডারকে পরিবর্তন করলে লাভবান হতে পারেন রোহিতেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২০:২০
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার কাছে দিন-রাতের টেস্ট হেরে চাপে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে পিছিয়ে পড়েছেন রোহিত শর্মারা। আর কোনও টেস্ট হারা চলবে না ভারতের। এই পরিস্থিতিতে অ্যাডিলেডের প্রথম একাদশে একটি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন চেতেশ্বর পুজারা।

Advertisement

পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফির দু’ম্যাচের পর ফলাফল ১-১। ব্রিসবেন টেস্টের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে ভারতীয় দলের কাছে। গোলাপি বলের টেস্টে বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়ালেরা রান না পেলেও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের পক্ষে নন পুজারা। দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটারের মতে এক জন অলরাউন্ডারকে পরিবর্তন করলে লাভবান হতে পারেন রোহিতেরা।

পুজারা বলেছেন, ‘‘আমার মনে হয় একটা পরিবর্তন করলেই হবে। আমাদের ব্যাটিং ভাল হয়নি। তবু পরিবর্তনের দরকার নেই। বরং ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে নিয়ে আসা হোক রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে। অনেকে হর্ষিত রানাকে পরিবর্তনের কথা বলতে পারেন। আমি বলব, না। হর্ষিত প্রথম টেস্টে বেশ ভাল পারফর্ম করেছে। ওকে খেলানো উচিত।’’

কলকাতা নাইট রাইডার্সের বোলারের পক্ষে পুজারার যুক্তি, ‘‘হর্ষিত যথেষ্ট ভাল বোলার। একটা খারাপ ম্যাচের জন্য ওকে বাদ দেওয়া ঠিক হবে না। অশ্বিনের জায়গায় ওয়াশিংটনকে খেলানো উচিত। তাতে আমাদের ব্যাটিং লাইনআপ শক্তিশালী হবে।’’

পার্‌থে প্রথম টেস্টে যথেষ্ট ভাল খেলেছিলেন ওয়াশিংটন। তবু দ্বিতীয় টেস্টে তাঁকে বসিয়ে খেলানো হয় অশ্বিনকে। তিনি ১৮ ওভার বল করে ৫৩ রানে ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও দলকে তেমন সাহায্য করতে পারেননি। অন্য দিকে পার্‌থে টেস্ট অভিষেক হয় হর্ষিতের। তিনি সেই ম্যাচে ১৫.২ ওভার বল করে ৪৮ রানে ৩ উইকেট নেন। আউট করেন ট্রেভিস হেডের মতো ব্যাটারকে। অ্যাডিলেডে অবশ্য ১৬ ওভার বল করে ৮৬ রান দিলেও উইকেট পাননি হর্ষিত।

Advertisement
আরও পড়ুন