US Open 2023

১০ তরুণী: সব থেকে কম বয়সে ইউএস ওপেন জয়ের নজির রয়েছে যাঁদের

২০০১ সালে সেরিনা উইলিয়ামসের পর আমেরিকানদের মধ্যে কনিষ্ঠতম হিসাবে ইউএস ওপেন জিতলেন কোকো গফ। তিনি-সহ মোট ১০ জন মহিলা খেলোয়াড় ২০ বছর বয়স পার করার আগেই ইউএস ওপেন জিতেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ০০:২৪
Coco Gauff

ইউএস ওপেন জয়ের পর কোকো গফ। —ফাইল চিত্র।

মাত্র ১৯ বছর বয়সে ইউএস ওপেন জয় কোকো গফের। ২০ বছরের কম বয়সে এই গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় আমেরিকার তরুণ টেনিস তারকা ১০ নম্বরে। আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন গফ। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন তিনি। ২০০১ সালে সেরিনা উইলিয়ামসের পর আমেরিকানদের মধ্যে কনিষ্ঠতম হিসাবে ইউএস ওপেন জিতলেন গফ। তিনি-সহ মোট ১০ জন মহিলা খেলোয়াড় ২০ বছর বয়স পার করার আগেই ইউএস ওপেন জিতেছেন।

Advertisement

কোকো গফ (১৯ বছর ৫ মাস ২৭ দিন)

টানা ১১টি ম্যাচ জিতে এ বারের ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন গফ। সাবালেঙ্কার বিরুদ্ধে ট্রফি জয়ের ম্যাচের শুরুতে একটু সমস্যা হলেও পরে ঘুরে দাঁড়ান। আর এক বার ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেওয়ার পর সাবালেঙ্কার বিরুদ্ধে ২-৬, ৬-৩, ৬-২ গেমে ম্যাচ জিতে নেন গফ। মাত্র ১৯ বছর বয়সে ইউএস ওপেন জেতেন তিনি।

মারিয়া শারাপোভা (১৯ বছর ৪ মাস ২৪ দিন)

রুশ টেনিস তারকা ২০০৬ সালে ইউএস ওপেন জিতেছিলেন। তার আগের বছর উইম্বলডন জিতেছিলেন তিনি। ১৯ বছরের শারাপোভা হারিয়েছিলেন দ্বিতীয় বাছাই জাস্টিন হেনিন হার্ডেনকে। ৬-৪, ৬-৪ গেমে জিতেছিলেন শারাপোভা। সে বার গোটা প্রতিযোগিতায় মাত্র একটি সেট হেরেছিলেন তিনি।

শ্বেতলানা কুজনেৎসোভা (১৯ বছর ৩ মাস ৪ দিন)

প্রথম কোনও রাশিয়ান ইউএস ওপেন জিতেছিলেন ২০০৪ সালে। শ্বেতলানা হারিয়েছিলেন এলিনা ডেমেনটিয়েভাকে। ৬-৩, ৭-৫ গেমে ফাইনাল জিতেছিলেন রুশ টেনিস তারকা। পরের গ্র্যান্ড স্ল্যামটি জিততে তিনি নিয়েছিলেন আরও পাঁচ বছর। ২০০৯ সালে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি।

স্টেফি গ্রাফ (১৯ বছর ২ মাস ২৬ দিন)

১৯৮৮ সালে চারটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছিলেন স্টেফি। ক্যালেন্ডার স্ল্যামের শেষ জয় ছিল ইউএস ওপেন। মরিন কনোলি এবং মার্গারেট কোর্টের পর তিনিই প্রথম ক্যালেন্ডার স্ল্যাম জয় করেন। ৬-৩, ৩-৬, ৬-১ গেমে স্টেফি হারিয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েলা সাবাতিনিকে।

বিয়াঙ্কা আন্দ্রেস্কু (১৯ বছর ২ মাস ২২ দিন)

কানাডার নাগরিক হিসাবে প্রথম বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। ২০১৯ সালে সেরিনা উইলিয়ামসকে হারিয়ে দিয়েছিলেন বিয়াঙ্কা। ৬-৩, ৭-৫ গেমে সেরিনাকে হারিয়ে দিয়েছিলেন তিনি।

এমা রাদুকানু (১৮ বছর ৯ মাস ২৯ দিন)

যোগ্যতা অর্জন পর্ব খেলে ইউএস ওপেনের মূল পর্বে উঠেছিলেন রাদুকানু। ১৮ বছরের ব্রিটিশ টেনিস খেলোয়াড় টানা ১০টি ম্যাচে কোনও সেট না হেরে ইউএস ওপেন জিতেছিলেন। ২০২১ সালে ৬-৪, ৬-৩ গেমে রাদুকানু ফাইনালে হারিয়েছিলেন লেলা ফার্নান্দেসকে।

সেরিনা উইলিয়ামস (১৭ বছর ১১ মাস ১৫ দিন)

মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে ইউএস ওপেন জিতেছিলেন সেরিনা। সেই শুরু সেরিনা যুগের। ১৯৯৯ সালে সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। ফাইনালে ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে দিয়েছিলেন হিঙ্গিসকে। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম মালিকের সেটাই ছিল প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়।

মনিকা সেলেস (১৭ বছর ৯ মাস ৫ দিন)

১৯৯১ সালে মার্টিনা নাভ্রাতিলোভাকে হারিয়ে ইউএস ওপেন জিতেছিলেন সেলেস। সেটি ছিল তাঁর চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয়। সেই বছর সেটি তাঁর তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় ছিল। তার আগে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। ফাইনালে নাভ্রাতিলোভাকে ৭-৬ (৭-১), ৬-১ গেমে হারিয়ে দিয়েছিলেন সেলেস।

মার্টিনা হিঙ্গিস (১৬ বছর ১১ মাস ৮ দিন)

মাত্র ১৬ বছর বয়সে ইউএস ওপেন জিতলেও তিনি কনিষ্ঠতম নন। ১৯৯৭ সালে ভিনাস উইলিয়ামসকে ফাইনালে ৬-০, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছিলেন তিনি। সেটি ছিল তাঁর তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়।

ট্রেসি অস্টিন (১৬ বছর ৮ মাস ২৮ দিন)

১৯৭৯ সালে ইউএস ওপেন জিতেছিলেন অস্টিন। তিনিই কনিষ্ঠতম ইউএস ওপেন বিজয়ী। তাঁর এই রেকর্ড ভাঙা সত্যিই কঠিন। ক্রিস এভার্টকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছিলেন তিনি। গোটা কেরিয়ারে মাত্র দু’বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন অস্টিন। সেটি ছিল তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়।

Advertisement
আরও পড়ুন