সবচেয়ে সমস্যা হয় ভাত বেশি থেকে গেলে। ছবি- সংগৃহীত
পড়াশোনা বা চাকরি সূত্রে অনেকেই বাড়ি ছেড়ে দূরে থাকেন। ঘর গোছানো থেকে রান্নাবান্না— সবটাই করতে হয় নিজের হাতে। নিজের জন্য রান্না করতে গিয়ে কখনও কম হয়ে যায়। কখনও বা বেশি। সবচেয়ে সমস্যা হয় ভাত বেশি থেকে গেলে। বাসি ভাত খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। আবার ভাত ফেলে দেওয়াও ঠিক নয়। তা হলে উপায়? একটু মাথা খাটালেই বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে ফেলতে পারেন মুখরোচক খাবার।
স্যুপ
মুরগির মাংস, গাজর, বিনস, ব্রকোলির মতো কিছু স্বাস্থ্যকর সব্জি দিয়ে একটি স্যুপ তৈরি করতে পারেন। স্যুপ আরও বেশি স্বাস্থ্যকর ও সুস্বাদু করে তুলতে তাতে মেশাতে পারেন বেঁচে যাওয়া ভাতের কিছুটা অংশ।
পকোড়া
অবশিষ্ট ভাত ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন পকোড়া। ভাত দিয়ে তৈরি এই পকোড়ার পোশাকি নাম ‘রাইস বল’। ভাত চটকে তাতে পকোড়া তৈরির উপযোগী উপকরণ ও মশলা মিশিয়ে গোল বলের আকৃতিতে গড়ে নিয়ে ডোবা তেলে ভাজলেই তৈরি ‘রাইস বল’। ইচ্ছা করলে সন্ধ্যার জলখাবারে বানিয়ে নিতে পারেন।
প্যানকেক
প্যানকেক খেতে ভালবাসেন, কিন্তু মোটা হয়ে যাওয়ার ভয়ে খেতে পারেন না? অল্প মাখন ব্যবহার করে অতি সহজেই বাসি ভাত দিয়ে বানিয়ে নিতে পারেন প্যানকেক। এতে ওজন বাড়ারও ভয় নেই। আবার স্বাদ পূরণও হয়।