Jasprit Bumrah

সিরিজ় শেষ হলেও লড়াই জারি, অন্য মঞ্চে মুখোমুখি বুমরাহ-কামিন্স, কোথায়?

ভারতীয় পেসারের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে আরও দুই পেসার। ডিসেম্বরে তিন দেশের তিন পেসার সেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন। বুমরাহ ছাড়া বাকি দুই কারা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪
Jasprit Bumrah and Pat Cummins

জসপ্রীত বুমরাহ এবং প্যাট কামিন্স। ছবি: পিটিআই।

অস্ট্রেলিয়ার মাটিতে দল হারলেও সিরিজ়ের সেরা হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এ বার ডিসেম্বরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। ভারতীয় পেসারের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে আরও দুই পেসার। ডিসেম্বরে তিন দেশের তিন পেসার সেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন। বুমরাহ ছাড়া বাকি দুই কারা?

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৩২টি উইকেট নিয়েছিলেন বুমরাহ। ডিসেম্বরে তিনটি টেস্ট খেলেছিল ভারত। সেই তিন ম্যাচে ২২টি উইকেট নিয়েছিলেন বুমরাহ। তাঁর গড় ছিল ১৪.২২। ব্রিসবেন এবং মেলবোর্নে ন’টি করে উইকেট নিয়েছিলেন তিনি। ভারতকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় একাই টানছিলেন বুমরাহ। তাই ডিসেম্বরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তাঁর ঢুকে পড়া খুবই স্বাভাবিক।

বুমরাহের সঙ্গে লড়াইয়ে প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কও ডিসেম্বরে তিনটি টেস্ট খেলেছিলেন। তিনি ১৭টি উইকেট নিয়েছিলেন ওই তিনটি টেস্টে। তাঁর গড় ১৭.৬৪। অ্যাডিলেডে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দলকে জিতিয়েছিলেন কামিন্স। মেলবোর্নে তাঁর ৪৯ এবং ৪১ রানের ইনিংস দলকে জিততে সাহায্য করেছিল। সেই ম্যাচে এক ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন কামিন্স। পেসার, ব্যাটার এবং অধিনায়ক হিসাবে দলকে সাহায্য করেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটেরসনও লড়াইয়ে রয়েছেন। তাঁর দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। দলের সাফল্যের অন্যতম কাণ্ডারি তিনি। ডিসেম্বরে দু’টি টেস্টে প্যাটেরসন নিয়েছিলেন ১৩টি উইকেট। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলেছিলেন। দু’টি ম্যাচেই এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন প্যাটেরসন। দলকে ফাইনালে তুলে তাই তিনিও রয়েছেন সেরা হওয়ার দৌড়ে।

Advertisement
আরও পড়ুন