Orange In Roof Garden

ছাদ-বাগানের টবেই ফলবে কমলালেবু, কী ভাবে বড় করবেন গাছ?

বাগানে সযত্নে বড় করা গাছে ফল এলে তা পেড়ে খাওয়ার আনন্দই আলাদা। বাড়িতে কিন্তু রকমারি ফলের মধ্যে কমলালেবুও ফলাতে পারেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯
টবেই ফলান কমলা।

টবেই ফলান কমলা। ছবি:ফ্রিপিক।

বাজার থেকে যতই কিনে আনা হোক না কেন, গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দই আলাদা। আম, জাম হোক বা কমলালেবু, চাইলে যে কোনও ফলই ফলানো যায় ছাদের বাগান কিংবা বারান্দার টবেই।

Advertisement

চারা: সরাসরি গাছের চারা নার্সারি থেকে কিনে আনতে পারেন। কমলালেবুর মান অনেকটাই নির্ভর করবে তার প্রজাতির উপরে। ভাল ফল পেতে গেলে চারা বাছাই জরুরি।

টব: চারা ছোট থাকাকালীন ১০-১৪ ই়ঞ্চির টব যথেষ্ট। তবে গাছ বাড়তে থাকলে টব বদলাতে হবে। টবের আকার অন্তত ২৪ ইঞ্চি হতেই হবে। তার চেয়ে বড় হলে আরও ভাল।

মাটি: কমলালেবু গাছের জন্য মাটিতে জল নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত ভাল হওয়া দরকার। টবে বা যে পাত্রে গাছ বসাবেন, তাতে ছিদ্র থাকা দরকার। পাশাপাশি, গাছের বেড়ে ওঠার জন্য দরকার সার। মাটি তৈরির সময় পাথর এবং বালি মিশিয়ে নিলে জল জমবে না। এর সঙ্গে দিতে হবে জৈব সার বা ভার্মি কম্পোস্ট। মাটিতে পিএইচের মাত্রা থাকা প্রয়োজন ৬-৭।

সূর্যালোক এবং গাছ: কমলালেবুর চারা বসানোর সময় গর্ত একটু গভীর করে খুঁড়তে হবে। তার পর মাটি হালকা চেপে ভরাট করতে হবে। গাছটির বেড়ে ওঠার জন্য ৬-৮ ঘণ্টা সূর্যালোক প্রয়োজন।

জল: জল বেশ বুঝে শুনে দিতে হবে গাছটিতে। বেশি হয়ে গেলেও গোড়া পচে যাবে। আবার মাটি হালকা ভিজে রাখতে হবে। টবের মাটি শুকোতে শুরু করলে তবেই জল দেওয়া দরকার।

সার: গাছ বেড়ে ওঠার সময় ৪-৬ সপ্তাহ অন্তর জৈব বা মিশ্র সার প্রয়োগ করতে পারেন। তার সঙ্গে প্রয়োজন মতো হাড়ের গুঁড়ো দেওয়া যায়।

ছাঁটা: গাছ বেড়ে ওঠার সময় সঠিক ভাবে ডালপালা ছেঁটে দিতে হবে। এতে গাছের বৃদ্ধি এবং ফলন, দুই-ই ভাল হবে।

Advertisement
আরও পড়ুন