Viral Video

ওয়্যাক্স না করিয়ে হঠাৎ দাড়ি কামাচ্ছেন কেন? তরুণীর ভিডিয়ো ছড়িয়ে পড়তেই চর্চা শুরু

পুরুষদের দাড়ি কামানোর জিনিস দিয়ে মেয়েরা মুখের রোম তুলবেন, এমন দৃশ্য দেখতে বোধ হয় অনেকেই অভ্যস্ত নন। তেমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৭:৪০
Image of woman

মুখের অবাঞ্ছিত রোম থেকে মুক্তি পেতে দাড়ি কামাচ্ছেন তরুণী। ছবি: সংগৃহীত।

শরীরের অবাঞ্ছিত রোম নিয়ে নানা জনের নানা রকম অস্বস্তি থাকে। মুখের, বাহুমূলের রোম তুলতে অনেকেই ওয়্যাক্স করেন। কিন্তু শীতে ওয়্যাক্স করানো খুবই কষ্টকর। তাই বাধ্য হয়ে শেভিং ফোম এবং রেজ়ার ব্যবহার করেন অনেকেই। তবে পুরুষদের দাড়ি কাটার জিনিস দিয়ে মেয়েরা মুখের রোম তুলবেন, এমন দৃশ্য দেখতে বোধ হয় অনেকেই অভ্যস্ত নন। তাই নিয়ে মেয়েদের নানা রকম ব্যঙ্গ-বিদ্রুপের শিকারও হতে হয় অনেক সময়ে। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি।

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই তরুণী নিজের দু’গালে শেভিং ফোম মেখে দাড়ি কামানোর মতো করেই রেজ়ার দিয়ে তা চেঁছে নিচ্ছেন। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সেই গোটা ঘটনার ভিডিয়ো করে নিজের সমাজমাধ্যমে তা পোস্টও করেছেন তিনি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নানা দিক থেকে নানা রকম মন্তব্য ধেয়ে এসেছে। একজন লিখেছেন, “ওই তরুণী যা করছেন, তা প্রয়োজন। শখ নয়।” কারও মত, “রোম তোলা অপরাধ নয়, তাই বলে সাধারণ মানুষকে এমন ভিডিয়ো দেখানোর প্রয়োজন কী?” আবার, অনেক মহিলাই নিজের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। তাঁদের বক্তব্য, “শীতে ওয়্যাক্স করানোর কষ্ট কেমন, তা আমরা জানি।”

Advertisement
আরও পড়ুন