Christmas 2024

বড়দিন উষ্ণ হোক লাল রঙে! পোশাকে থাকুক বলিউডি রক্তিম আভা

বড়দিনের উদ্‌যাপন চলবে সপ্তাহ জুড়ে। শহরের রেস্তরাঁ, নাইট ক্লাব কিংবা পাবে রাতভর চলবে পার্টি। সেই উপলক্ষে কেমন হবে আপনার সাজ, তারই হদিস দিলেন বলিউডের পাঁচ অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১০:৪৯
(বাঁ দিকে) অভিনেত্রী অনন্যা পাণ্ডে, সুহানা খান (মাঝে) এবং কিয়ারা আডবাণী (ডান দিকে)।

(বাঁ দিকে) অভিনেত্রী অনন্যা পাণ্ডে, সুহানা খান (মাঝে) এবং কিয়ারা আডবাণী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বড়দিনের রং লাল!

Advertisement

এমনিতে লাল রং পছন্দ করেন না, কিন্তু ক্রিসমাসের আনন্দে গা ভাসাতে গেলে সেই রংকে উপেক্ষা করাও চলে না। তাই রাতে বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে উদ্‌যাপন করার যে পরিকল্পনা রয়েছে, সেখানে লাল রঙের পোশাক পরে যাবেন বলেই মনস্থ করেছেন। চেনা ছকের বাইরে বড়দিনে কেমন হতে পারে আপনার সাজ? হদিস দিচ্ছেন বলি-নায়িকারা।

অভিনেত্রী সুহানা খান।

অভিনেত্রী সুহানা খান। ছবি: ইনস্টাগ্রাম।

‘মধ্যপ্রদেশ’ নিয়ে যদি মাথাব্যথা না থাকে, তা হলে অভিনেত্রী সুহানা খানের মতো বেছে নিতে পারেন গাঢ় লাল রঙের ঝিকমিকে বডিকন গাউন। শরীরের আকার যদি ‘আওয়ার গ্লাস’-এর মতো হয়, তা হলে দেখতে দিব্য লাগবে। যদিও শহরে এখন তেমন ঠান্ডা নেই, তা সত্ত্বেও প্লাঞ্জিং নেকলাইন আর নুড্‌ল স্ট্র্যাপের ওই পোশাক পরতে যদি খুব অস্বস্তি হয়, সে ক্ষেত্রে উপর থেকে হালকা করে কালো রঙের চামড়ার ট্রেঞ্চ কোট বা ক্রপ্‌ড জ্যাকেট চাপিয়ে নিতে পারেন।

অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ছবি: ইনস্টাগ্রাম।

এ বছর বড়দিন উদ্‌যাপন করতে চান একেবারে ছকভাঙা সাজে? তা হলে আপনার সংগ্রহে থাকতে পারে অভিনেত্রী অনন্যা পাণ্ডের পরনে থাকা লাল রঙের টপ-ট্রাউজ়ার্সের সেটটি। অনেকটা নৌকার মতো ‘ব্যাটোও’ নেকলাইন-যুক্ত সাটিনের টপ এবং ট্রাউজ়ার্সটি রাতের জমকালো পার্টির জন্য একেবারে উপযুক্ত। কানে একজোড়া দুল, পায়ে স্টিলেটো আর ন্যুড মেকআপ করলে দেখতে মন্দ লাগবে না।

অভিনেত্রী তৃপ্তি ডিমরি।

অভিনেত্রী তৃপ্তি ডিমরি। ছবি: ইনস্টাগ্রাম।

ক্রিসমাসের রাত আরও একটু উষ্ণ হয়ে উঠতে পারে, যদি পরনে অভিনেত্রী তৃপ্তি ডিমরির মতো লাল রঙের ‘ফিগার হাগিং’ পোশাক থাকে। হাতকাটা, হাঁটুঝুলের, হল্টারনেক নকশার পোশাকটির সঙ্গে পায়ে থাকবে স্টিলেটো। চাইলে এর সঙ্গে সোনালি রঙের এক জোড়া দুল রাখতে পারেন। হালকা মেকআপ আর গ্লজ়ি লিপ সাজে অন্য মাত্রা এনে দেবে। খুব শীত করলে সঙ্গে সুন্দর একটি লং কোট রাখা যেতে পারে।

অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।

অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম।

পোশাকের বিষয়ে বরাবরই ছকভাঙা অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। চাইলে আপনিও তেমন সাজেই সেজে উঠতে পারেন ক্রিসমাসের সন্ধ্যায়। লাল রঙের ‘ওভারসাইজ়ড’ শার্টের সঙ্গে লম্বা ঝুলের সাইড স্লিট লং স্কার্ট রাখতে পারেন পছন্দের তালিকায়। গাঢ় লাল রঙের ‘মোনোটনি’ কাটাতে গলায় কালো রঙের টাই কিংবা বো রাখতে পারেন। পায়ে কালো পয়েন্টেড হিলের স্টিলেটোজ় আর গাঢ় লাল রঙের লিপস্টিক থাকুক ঠোঁটে। স্মোকি আইজ়, গালে রক্তিম আভা আর মেসি বান হোক বড়দিনের সাজ-সঙ্গী।

অভিনেত্রী কিয়ারা আডবাণী।

অভিনেত্রী কিয়ারা আডবাণী। ছবি: ইনস্টাগ্রাম।

অফিস থেকেই সোজা ক্রিসমাসের পার্টিতে যেতে হবে। আলাদা করে পোশাক বদলানোর সময় হবে না। তা হলে অফিস এবং উদ্‌যাপন— দু’টিই সামাল দিতে পারেন অভিনেত্রী কিয়ারা আডবাণীর মতো গাঢ় লাল রঙের ‘ডবল-ব্রেস্টেড’ ব্লেজ়ার এবং মিনি স্কার্টে। ব্লেজ়ারের লম্বা হাতাটির শেষ প্রান্তে থাকুক লাল গোলাপ। সঙ্গে কানে সোনালি রঙের একজোড়া ‘হুপ’ আর পায়ে লাল রঙের স্টিলেটোজ় থাকতেই পারে। পার্টিতে যাওয়ার আগে চুলে আটকে নিতে পারেন লাল রঙের ফিতে দিয়ে তৈরি বড় একটি গোলাপ।

Advertisement
আরও পড়ুন