Twitter

নতুন বছর থেকেই টুইটারে যুক্ত হবে নতুন সুবিধা, জানালেন এলন মাস্ক

টুইটার ব্যবহারকারীদের নতুন কী সুবিধা দিচ্ছেন এলন?

Advertisement
সংবাদ সংস্থা
সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৯:৪০
টুইটারের নতুন সুবিধা।

টুইটারের নতুন সুবিধা। ছবি- সংগৃহীত

টুইটার নিয়ে নানা বিতর্কের মাঝেও নতুন বছরে গ্রাহকদের বিশেষ ‘নেভিগেশন’ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করলেন এলন মাস্ক। টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন সুযোগ-সুবিধা নিয়ে এসেছেন এলন। মাঝে অ্যাকাউন্টে ‘নীল টিক’ দেওয়ার ভাড়া নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এলন।

নতুন বছরের শুরু থেকেই টুইটারে নতুন ‘নেভিগেশন’ সুবিধা যুক্ত হওয়ায় নতুন বিষয়, ট্রেন্ড, টুইট খুঁজে পেতে বিশেষ সুবিধা হবে বলেই মনে করছেন এলন। যত দিন না এই সুবিধা শুরু হচ্ছে তত দিন পর্যন্ত পুরনো ‘স্টার’ আইকনটি দিয়েই কাজ চালাতে হবে।

Advertisement

এলন বলেন, “ভবিষ্যতে ব্যবহারকারীদের স্বার্থে তার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে আরও নানা রকম উন্নত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে টুইটারের।”

এ ছাড়াও সম্প্রতি টুইটারে আরও একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। অ্যাকাউন্টের অনুগামী এবং টুইটের সংখ্যা দেখতে পাওয়ায় ব্যবহারকারীদের মধ্যে বেশ উচ্ছ্বাস তৈরি হয়েছে। তার পর আবার নতুন বছরের শুরুতেই এমন চমক পেয়ে স্বভাবতই খুশি ব্যবহারকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement