Extra Marital Affair

স্বামীকে ঠকানোর প্রবণতা বাড়ছে নাকি মেয়েদের মধ্যে! কেন? কী বলছে সমীক্ষা?

প্রেমের কথা আগে থেকে বলা যায় না। কখন কার প্রতি অনুভূতি তৈরি হবে, তা-ও নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, মহিলাদের বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর প্রবণতা বেশি। কিছু কারণও উঠে এসেছে সমীক্ষা থেকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৯:৩৩
Symbolic Image.

মহিলাদের মধ্যে পরকীয়া সম্পর্কের প্রতি আসক্তির কয়েকটি কারণ খুঁজে উঠে এসেছে সমীক্ষায়। প্রতীকী ছবি।

৩০ বছর বয়সি নিকি মারিয়া। স্বামীর সঙ্গে তাঁর বিবাহিত সম্পর্কের বয়স ১৫ বছর। কিন্তু এই কয়েক বছরে দুই সন্তানের মা নিকি বহু বার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এখনও পর্যন্ত পরকীয়া সম্পর্কে তাঁর প্রেমিকের সংখ্যা এক ডজন। এমন অনেক বার হয়েছে যে, একই দিনে চার জনের সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হয়েছেন। কিন্তু বাড়ি ফিরে স্বামীকে তা ঘুণাক্ষরেও টের পেতে দেননি। এ নিয়ে কখনও তাঁর মনে কোনও খারাপ লাগাও জন্মায়নি।

বছর ৪৫-এর অ্যানির সঙ্গেও নিকির গল্প খানিকটা মিলে যায়। অ্যানি গত পাঁচ বছর ধরে স্বামীর সবচেয়ে সুদর্শন বন্ধুটির সঙ্গে পরকীয়া সম্পর্কে রয়েছেন। কিন্তু কখনও স্বামীর সঙ্গে বিচ্ছেদ চাননি তিনি। বরং দু’টি সম্পর্কই খুব সাবধানে চালিয়ে যেতে চেয়েছেন। কিছুটা হলেও সফল তিনি। কারণ এখনও পর্যন্ত অ্যানির স্বামী জানেন না যে, স্ত্রী তাঁরই বন্ধুর সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হন।

Advertisement

ফ্লোরিডার বাসিন্দা পিয়াজা জেনিফার। তিনি একটি সমাজসেবী সংস্থা চালান। সম্প্রতি মহিলাদেরে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা এত বেড়ে যাওয়ার কারণ নিয়ে অনলাইনে একটি সমীক্ষা করেছিলেন। নিকি, অ্যানি ছাড়াও এমন অনেকেই আছেন, যাঁরা নাম প্রকাশ করতে চাননি। কিন্তু নিজেদের পরকীয়া সম্পর্ক নিয়ে অকপট হয়েছেন। প্রেমের কথা আগে থেকে বলা যায় না। কখন কার প্রতি অনুভূতি গড়ে ওঠে, তার কোনও নির্দিষ্ট কারণ নেই। তবে অনেকের সঙ্গে কথা বলে পিয়াজা মহিলাদের মধ্যে পরকীয়া সম্পর্কের প্রতি আসক্তির কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন।

১) সম্পর্কে ফাঁক থাকলে তবেই মেয়েরা অন্য একটি সম্পর্কের খোঁজ করেন। বাইরে থেকে সম্পর্ক স্বাস্থ্যকর মনে হলেও, সব সম্পর্কের সমীকরণ মনের মতো হয় না। আর সব না পাওয়া শুধু মুখোমুখি কথা বলে মিটিয়ে ফেলা যায় না। নিকি এবং অ্যানির ক্ষেত্রেও এমন হয়েছে। এবং সমীক্ষায় অংশ নেওয়া অনেক মহিলা তা জানিয়েছেন।

২) সমীক্ষা উঠে এসেছে আরও একটি তথ্য। অনেক মহিলা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে একই ব্যক্তির শরীরী স্পর্শে একঘেয়েমি চলে আসে। তাই নতুন স্পর্শ এবং অনুভূতির সন্ধান করেছেন তাঁরা। এ ক্ষেত্রে স্বামীকে প্রতারণা করে অন্য এক জন পুরুষের সঙ্গেই ঘনিষ্ঠ হয়েছেন, তা কিন্তু নয়। সমীক্ষায় অংশ নেওয়া এমন অনেকেই আছেন, যাঁদের একাধিক পুরুষসঙ্গী রয়েছেন।

৩) সমীক্ষায় বলছে, বিবাহিত সম্পর্কে থাকাকালীন অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়ার অন্য একটি কারণ হতে পারে আত্মবিশ্বাস এবং আর্থিক স্বাধীনতা। অধিকাংশ মহিলা এখন কর্মরতা। স্বামীর অর্থের উপর নির্ভর করতে হচ্ছে, এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। ফলে বিচ্ছেদের পর কী ভাবে জীবনধারণ করবেন, সেই চিন্তা নেই বেশির ভাগেরই। অন্য কারও জন্য অনুভূতি জন্ম নিলেও তাই তা না আটকে বরং প্রশ্রয় দিচ্ছেন।

৪) সমাজমাধ্যম, অনলাইন ডেটিং অ্যাপ এবং আরও বহু সুবিধার কারণে প্রতি দিনই নতুন কারও সঙ্গে আলাপ হচ্ছে। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও, ধীরে ধীরে তা পরিণত হচ্ছে প্রেমের সম্পর্কে। দীর্ঘ দিনের সম্পর্কে থাকার পর হঠাৎ নতুন কোনও অভিজ্ঞতা মনে হিন্দোল তুলছে। ফলে সম্পর্কে থাকা সত্ত্বেও নিজেদের নতুন সম্পর্কে জড়িয়ে পড়া থেকে আটকাতে ব্যর্থ হচ্ছেন।

Advertisement
আরও পড়ুন