Amul

Milk Price Hike: বুধবার থেকে দুধের দাম বাড়াচ্ছে একাধিক সংস্থা, লিটার প্রতি বাড়ছে কত টাকা

দুধের দাম বাড়াচ্ছে একাধিক খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা। ফলে শিশুখাদ্য থেকে মিষ্টির দোকান, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৮:৫৩
বাড়ছে দুধের দাম।

বাড়ছে দুধের দাম। ছবি: শাটরস্টক

দেশের বিভিন্ন প্রান্তে বাড়তে চলেছে প্যাকেটজাত গরুর দুধের দাম। লিটার প্রতি ২ টাকা করে বেশি দামে বিক্রি হবে আমূলের তিন ধরনের দুধ। সংস্থার তরফ থেকে মঙ্গলবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, গুজরাত, দিল্লি, কলকাতা ও মুম্বই-সহ দেশের প্রায় সব অঞ্চলেই বাড়তে চলেছে দাম। বুধবার থেকেই কার্যকর হবে এই নিয়ম।

Advertisement

দুগ্ধ সরবরাহকারী আর এক সংস্থা মাদার ডেয়ারিও মঙ্গলবার একই কথা ঘোষণা করেছে। বৃহত্তর দিল্লি অঞ্চলে লিটার প্রতি দুধে ২ টাকা বৃদ্ধির কথা জানিয়েছে তারাও। মূলত গবাদি পশুর খাবারের দাম বেড়ে যাওয়া এবং প্রক্রিয়াকরণের সামগ্রিক খরচ বেড়ে যাওয়াই এই মূল্যবৃদ্ধির কারণ বলে জানিয়েছে সংস্থাগুলি। এই মূল্যবৃদ্ধিতে শিশুখাদ্য থেকে মিষ্টির দোকান, প্রভাব পড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে।

Advertisement
আরও পড়ুন