Gardening

Gardening Tips: শসার খোসা না ফেলে তৈরি করুন উৎকৃষ্ট সার, গাছ বাড়বে তরতরিয়ে

শসার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস থাকে৷ তাই এর থেকেই বানানো যায় ভাল মানের সার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৯:৩৩
গাছের পরিচর্যায় শসার খোসা।

গাছের পরিচর্যায় শসার খোসা। ছবি: সংগৃহীত

বাড়ির ছাদে বাগানের শখ, কিন্তু নিয়মিত বাজার থেকে রাসায়নিক সার কেনার সময় পান না? অসুবিধা নেই। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন উৎকৃষ্ট সার। শুধু দরকার কিছু শসার খোসা। আসলে শসার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস থাকে৷ তাই ঠিক মতো কাজে লাগানো গেলে শসার খোসা থেকেই বানানো যায় ভাল মানের সার। কী ভাবে? দেখে নিন।

Advertisement

একটি কাচের পাত্রে জল নিয়ে তাতে শসার খোসাগুলি ভিজিয়ে রাখুন৷ পাত্রটির মুখ ভাল করে বন্ধ করে দিন পাঁচেকের জন্য রেখে দিন। নাড়াচাড়া করবেন না। পাঁচ দিন হয়ে গেলে পাত্রের জল ভাল করে ছেঁকে আলাদা করে নিন৷ ব্যাস, কেল্লাফতে। এই জলই নিয়ম করে গাছে দিন। তিন সপ্তাহ অন্তর এই জল গাছের গোড়ায় দিতে পারেন।

শসার খোসা থেকেই বানানো যায় ভাল মানের সার।

শসার খোসা থেকেই বানানো যায় ভাল মানের সার। ছবি: সংগৃহীত।

আরেক ভাবেও শসার খোসা ব্যবহার করে সার বানানো যায়। শসার খোসা ভাল করে রোদে শুকিয়ে সেই সেই খোসা পুড়িয়ে নিতে হবে। খোসা পোড়ানো ছাই গাছের গোড়ায় দিলেও মিলতে পারে উপকার।

আর নেহাত যদি এ সবের কিছুই না করতে চান, তা হলে সরাসরি টবের মাটিতে মেশাতে পারেন শসার খোসা। এতে পোকামাকড় কম হয়।

Advertisement
আরও পড়ুন