Entertainment News

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে টিকু তালসানিয়া, সঙ্কটজনক কৌতুকাভিনেতা

হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে, টিকু তালসানিয়ার অবস্থা বেশ সঙ্কটজনক। তবে এর বেশি এখনও কিছু জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে অভিনেতার বয়স ৭০।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৩:২৯
Veteran actor Tiku Talsania hospitalized as he suffered major heart attack

অসুস্থ টিকু তালসানিয়া। ছবি: সংগৃহীত।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন টিকু তালসানিয়া। কৌতুকাভিনয়ের জন্য বলিউডের জনপ্রিয় নাম টিকু। ‘অন্দাজ় অপনা অপনা’ থেকে ‘স্পেশাল ২৬’— তাঁর সরস অভিনয় দর্শকের মন কেড়েছে। সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। প্রায় সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

Advertisement

হাসপাতাল তরফ থেকে জানা গিয়েছে, টিকু তালসানিয়ার অবস্থা বেশ সঙ্কটজনক। তবে এর বেশি এখনও কিছু জানাননি কর্তৃপক্ষ। বর্তমানে অভিনেতার বয়স ৭০।

ছোট পর্দা থেকে অভিনয়ের সফর শুরু টিকুর। ১৯৮৪ সালে ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’ তাঁর প্রথম ধারাবাহিক। দু’ বছর পরে, ১৯৮৬ সালে একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন তিনি। ‘পেয়ার কে দো পল’, ‘ডিউটি’, ‘অসলি নকলি’ ছবিতে কাজ করার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

‘বোল রাধা বোল’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা হিন্দুস্থানি’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘ভিরাসত’, ‘হাঙ্গামা ২’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ চালিয়ে গিয়েছেন তিনি। ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘জ়িন্দগি অভি বাকি হ্যায় মেরে ঘোস্ট’ ও ‘সজন রে ফির ঝুট মত বোলো’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

কিছু দিন আগেও রাজকুমার রাও ও তৃপ্তি ডিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ ছবিতেও অভিনয় করেছে টিকু।

স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে অভিনেতার সংসার। তাঁর ছেলে রোহন তালসানিয়া একজন সুরকার, মেয়ে শিখা তালসানিয়া এই প্রজন্মের অভিনেত্রী। ‘বীরে দি ওয়েডিং’, ‘আই হেট লভ স্টোরিজ়’ ছবিতেও অভিনয় করেছেন শিখা।

Advertisement
আরও পড়ুন