Heat Damage

রোদ বা স্ট্রেটনারের তাপ, চুলের জন্য দু’টিই খারাপ! তা থেকে কেশরাশি সুরক্ষিত রাখবেন কী ভাবে?

স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করছেন না বলে চুলে তাপ লাগছে না, এমনটা ভেবে নেওয়া ভুল। যাঁরা সারা দিন রোদে ঘোরেন কিংবা দীর্ঘ ক্ষণ যাঁদের আগুনের সামনে থাকতে হয়, তাঁদের চুলও একই ভাবে ক্ষতি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৬:৩৩
Hair Damage

তাপ থেকে চুলের ক্ষতি রুখবেন কী করে? ছবি: সংগৃহীত।

কোনও দিন যন্ত্রের সাহায্যে চুল স্ট্রেট করাননি। রাসায়নিকের ব্যবহার করেন না বললেই চলে। তা সত্ত্বেও চুল এমন রুক্ষ হয়ে যাচ্ছে যে, তা খুলে রাখার উপায় থাকছে না। শ্যাম্পু, কন্ডিশনার কিংবা সিরাম মেখেও চুল জেল্লা হারাচ্ছে, নিষ্প্রাণ হয়ে পড়ছে কেন?

Advertisement

কেশসজ্জা শিল্পীরা বলছেন, যে কোনও ধরনের তাপই চুলের জন্য খারাপ। স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করছেন না বলে চুলে তাপ লাগছে না, এমনটা ভেবে নেওয়া ভুল। যাঁরা সারা দিন রোদে ঘোরেন কিংবা দীর্ঘ ক্ষণ যাঁদের আগুনের সামনে থাকতে হয়, তাঁদের চুলও একই ভাবে ক্ষতি হতে পারে। দিল্লির এক বেসরকারি হাসপাতালের চর্মরোগ চিকিৎসক বিএল জাঙ্গিদ বলেন, “সামগ্রিক ভাবে চুলের স্বাস্থ্য নষ্ট করে অতিরিক্ত তাপ। রোদে বসে চুল শুকোনোর অভ্যাস রয়েছে অনেকে। দীর্ঘ ক্ষণ অতিবেগনি রশ্মি লাগলেও চুলের আর্দ্রতা নষ্ট হয়। একই সঙ্গে রোদ এবং স্টাইলিং যন্ত্রপাতি ব্যবহারে চুলের ক্ষতি দ্বিগুণ হয়ে যাওয়া অস্বাভাবিক নয়।”

রোদ এবং কায়দা করার যন্ত্রপাতি একই সঙ্গে কী ভাবে চুলের ক্ষতি করে?

১) অতিরিক্ত তাপ চুলের আর্দ্রতা নষ্ট করে। তার উপর রোদ লাগলে মাথার ত্বকও শুষ্ক হয়ে পড়ে। ফলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যাও বেড়ে যায়।

২) অতিরিক্ত তাপ দিলে চুলের গঠনগত পরিবর্তন আসে। চুলের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কেরাটিনের বন্ড ভেঙে যায়। ফলে চুল দুর্বল হয়ে পড়ে। চুলের মানও নষ্ট হয়।

৩) অতিরিক্ত রোদ লাগলে চুলের স্বাভাবিক কালচে রং ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। যন্ত্রের তাপ লাগলেও একই রকম সমস্যা হতে পারে। অনেকেই চুলে ‘ডাই’ করান। রাসায়নিক দেওয়া রং ফিকে হয়ে যেতে পারে যন্ত্রের তাপে।

৪) আর্দ্রতা নষ্ট হলে চুল রুক্ষ হয়ে যাওয়া স্বাভাবিক। এই কারণে চুলের মানও নষ্ট হতে পারে। চুলের নিজস্ব, স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাওয়ার নেপথ্যে অতিরিক্ত তাপের ভূমিকা রয়েছে।

এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?

১) চুলে তাপ দিয়ে কায়দা করার আগে অবশ্যই হিট প্রোটেকশন স্প্রে ব্যবহার করতে হবে। তবে কেশসজ্জা শিল্পীরা বলছেন, রোদের তাপ থেকে চুলকে রক্ষা করতে হলেও এই প্রসাধনীটি ব্যবহার করা উচিত।

২) বাইরে বেরোনোর আগে অবশ্যই ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করা উচিত। চুলে যাতে সরাসরি রোদ না লাগে, সে দিকে খেয়াল রাখতে হবে।

৩) চুলে কোনও ভাবেই গরম জল ব্যবহার করা যাবে না। তাতেও চুল রুক্ষ হয়ে পড়তে পারে। পাশাপাশি, রাসায়নিক-যুক্ত শ্যাম্পু, কন্ডিশনার বা সিরাম ব্যবহার করলেও কিন্তু চুল রুক্ষ হয়ে পড়তে পারে।

Advertisement
আরও পড়ুন