রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭। পনেরো বার কম্পন। দশ ঘণ্টায় অন্তত চোদ্দোটি ‘আফটারশক’। বিপর্যয়ের সম্মুখীন মায়ানমার এবং তাইল্যান্ড। সরকারি হিসাব অনুযায়ী ২৭০০-র বেশি মানুষ নিহত। ঘরছাড়া লক্ষাধিক। ধংসস্তুপের তলা থেকে প্রতিদিন বের করা হচ্ছে একের পর এক মৃতদেহ। বিদ্ধস্ত মায়ানমারকে সহায়তা ভারতের। চলছে ব্রহ্মা অভিযান।