Hair Problem Tips

Grey Hair: চুল পেকে যাচ্ছে? ঘরোয়া পানীয়েই মিলতে পারে সমাধান

একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলা যায় একটি পানীয়। তা-ই আপনার চুলের যত্ন নেবে। রং ফেরাবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৯:৪৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চুল পেকে যাচ্ছে। এ দিকে বয়স তিরিশও পেরোয়নি। এমন এখন দেখা যাচ্ছে মাঝেমধ্যে। চিন্তায় পড়ছেন অনেকেই। কিন্তু এই পরিস্থিতিতে বদল আনার উপায়ও আছে।
একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলা যায় একটি পানীয়। তা-ই আপনার চুলের যত্ন নেবে। রং ফেরাবে। বিভিন্ন বাড়িতেই এখন এই পানীয় তৈরি করে রাখা হচ্ছে। পাকা চুলের সমস্যা নিয়ন্ত্রণ করতে হলে তা বানিয়ে দেখতে পারেন আপনিও। বিভিন্ন ফ্যাশন ব্লগার এমন পানীয় বানিয়ে দেখেছেন। নিজেদের ব্লগে লিখেছেন, ভালই কাজ হচ্ছে নিয়মিত এই পানীয় খেয়ে।

কী ভাবে বানাবেন পানীয়?

Advertisement

খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। কয়েকটি জিনিস হাতের কাছে রাখলেই হল। বানাতে লাগবে মিনিট দশেক মাত্র।

কী উপকরণ প্রয়োজন?

ফ্ল্যাকসিড: ১ কাপ

পাতিলেবু: ৫টি

রসুন: ৫ কোয়া

মধু: ১ কাপ

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এই কয়েকটি উপকরণ একসঙ্গে একটি ব্লেন্ডারে দিয়ে দিন। লেবু ছোট ছোট টুকরো করে ফেলুন। তবে খোসা ছাড়ানোর দরকার নেই। ভাল ভাবে ব্লেন্ডারে তা ঘেঁটে নিয়ে একটি কাচের বোতলে ভরে রাখুন। রোজ দু’বেলা খাওয়ার এক ঘণ্টা আগে এক চামচ করে এই পানীয় খেয়ে দেখুন।

মাস তিনেক নিয়ম করে ধরে রাখুন এই অভ্যাস। যারা এই পানীয় খেয়েছেন, সকলের বক্তব্য এতে চুলের স্বাস্থ্য ফেরে। পাকা চুলের সমস্যা তো কমেই।

Advertisement
আরও পড়ুন