Indoor Plant

দূষণের ভয়ে ঘরের জানলা-দরজা বন্ধ রাখার দরকার নেই, ৩ গাছ দিয়ে অন্দর সাজালেই হবে

ঘরবাড়িও দূষণমুক্ত রাখা প্রয়োজন। তবে তার জন্য দরজা-জানলা তো আর বন্ধ করে রাখা যায় না। বরং ঘর দূষণমুক্ত রাখতে দরকার বিশেষ কয়েকটি গাছ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৮:৩৪
ঘরের দূষণ আটকাবে গাছ।

ঘরের দূষণ আটকাবে গাছ। ছবি: সংগৃহীত।

দূষণ ক্রমশ বেড়েই চলেছে। সুরক্ষিত থাকতে চেয়েও, তা সম্ভবপর হচ্ছে না। চিকিৎসকেরা জানাচ্ছেন, দূষণের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার করা জরুরি। তবে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি ঘরবাড়িও দূষণমুক্ত রাখা প্রয়োজন। তবে তার জন্য দরজা-জানলা তো আর বন্ধ করে রাখা যায় না। বরং ঘর দূষণমুক্ত রাখতে দরকার বিশেষ কয়েকটি গাছ।

Advertisement

ইংলিশ আইভি

আইভি লতা ঢাকা বাড়ির ছবি অনেকেই দেখেছেন। অন্য দেশের ঠান্ডা আবহাওয়ার সারা বাড়ির দেওয়াল জুড়েই এই গাছ বাড়তে পারে। ভারতে অতিরিক্ত গরমে তা পারে না। কিন্তু ঘরের ভিতরে সহজেই এই গাছকে বড় করা যায়। একটু ঠান্ডা জায়গা দিতে পারলে ভাল। সরাসরি রোদে রাখলে এই গাছ নষ্ট হয়ে যেতে পারে। পোষ্যের জন্য এই গাছও বিষাক্ত। মানুষের ত্বকেও এই গাছের পাতার রস বেশি লাগলে সমস্যা হতে পারে।

অ্যানথুরিয়াম বা ফ্লেমিংগো

এটি ঘরের যে কোনও জায়গায় রাখা যায়। আলো ভালবাসে এই গাছ। সারা বছর লাল রঙের ফুল ফোটে। পিস লিলি-র মতো এর মাটিও একটু ভিজে রাখতে পারলে ভাল হয়। ভিজে পরিবেশে খুব ভাল বাঁচে এই গাছ। তেমন পরিবেশে রাখতে পারলে ভাল। মানিপ্ল্যান্টের মতোই কুকুর এবং বিড়ালের জন্য এই গাছের পাতাও বিষাক্ত। ফলে এদের থেকে দূরে রাখুন। শিশুদের থেকেও দূরে রাখা উচিত এই গাছ।

ডেভিলস আইভি বা পথোস

‘মানিপ্ল্যান্ট’ নামে পরিচিত এই গাছকে যে কোনও পরিবেশে সহজে বাঁচানো যায়। মাটিরও দরকার হয় না, শুধুমাত্র জলেই এই গাছ ভাল ভাবে বাড়তে পারে। একটু বেশি জল দিতে হয়। তবে শীতকালে কম জল দিলেও চলে। কুকুর এবং বিড়ালের জন্য এই গাছের পাতা বিষাক্ত। তাই বাড়িতে পোষ্য থাকলে তাদের থেকে দূরে রাখুন

Advertisement
আরও পড়ুন