Gardening in Flat

শসার খোসা ফেলবেন না, তৈরি করুন উৎকৃষ্ট সার, বাগানের পরিচর্যায় হতে পারে সঞ্জীবনী সুধা

যাঁদের বাগান করার শখ রয়েছে, তাঁরা অনেক সময়েই জৈব সার খোঁজেন। শসার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস থাকে৷ তাই শসার খোসা থেকেই বানিয়ে ফেলা যায় ভাল মানের জৈব সার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ১৯:২৬
শসার খোসা ব্যবহার করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন উৎকৃষ্ট সার।

শসার খোসা ব্যবহার করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন উৎকৃষ্ট সার। —ফাইল চিত্র

অনেকেই এখন বাড়ির এক চিলতে বারান্দায় কিংবা ছাদে বাগান করতে ভালবাসেন। কিন্তু বাজার থেকে সব সময়ে রাসায়নিক সার কেনার সময় হয় না। তা ছাড়া, রাসায়নিক সারে বিভিন্ন ক্ষতিকর উপাদান থাকে। যা থেকে স্বাস্থ্যহানির ঝুঁকি থেকে যায়। সমস্যা সমাধানে কাজে আসতে পারে শসা। শসার খোসা ব্যবহার করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন উৎকৃষ্ট সার।

Advertisement

কী ভাবে তৈরি করবেন সার?

প্রথম পদ্ধতি

১। একটি কাচের বয়ামে জল ভরে তাতে শসার খোসাগুলি দিয়ে দিন৷

২। পাত্রটির মুখ ভাল করে বন্ধ করে ৫ দিন রেখে দিন। নাড়াচাড়া করবেন না৷

৩। ৫ দিন পর পাত্রের জল থেকে খোসার অবশিষ্ট অংশ ছেঁকে আলাদা করে নিন৷ যে জল থেকে যাবে, সেটিই ব্যবহার করা যাবে সার হিসাবে।

৪। এই জলই নিয়ম করে গাছে দিন। তিন সপ্তাহ অন্তর এই জল গাছের গোড়ায় দিতে পারেন৷

শসার খোসায় খোশমেজাজে থাকবে গাছ।

শসার খোসায় খোশমেজাজে থাকবে গাছ। —ফাইল চিত্র

দ্বিতীয় পদ্ধতি

শসার খোসা ভাল করে রোদে শুকিয়ে নিন। শুকনো খোসা পুড়িয়ে, খোসা পোড়ানো ছাই গাছের গোড়ায় দিলেও মিলতে পারে উপকার৷ এ সবের কিছুই না করতে চাইলে, সরাসরি টবের মাটিতে শসার খোসা টুকরো টুকরো করে মিশিয়ে দিতে পারেন। এতে পোকামাকড় কম হয়৷

আসলে শসার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস থাকে৷ তাই ঠিক মতো কাজে লাগানো গেলে শসার খোসাই হয়ে উঠতে পারে বাগানের গাছগাছালির সঞ্জীবনী সুধা।

Advertisement
আরও পড়ুন