Turmeric Stain Removing Tips

দাগের ভয়ে গায়ে হলুদের সকালে ভাল শাড়ি পরবেন না! দাগ তোলার উপায় জেনে নির্ভয়ে খেলুন হলুদ

সাধের সাদা ঢাকাই শাড়িটা বারও করেছেন সোনার গয়না দিয়ে সাজবেন বলে কিন্তু ভয় পাচ্ছেন, কেউ যদি শাড়িতে হলুদ লাগিয়ে দেয় তবে তো শাড়িটা নষ্ট হয়ে যাবে। একই ভয়ে গায়ে হলুদের সকালের জন্য সবচেয়ে অপছন্দের শাড়িটি বেছে নেন অনেকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:৫৯
বিয়েবাড়ির মজার অনেকটাই লুকিয়ে গায়ে হলুদের সকালে।

বিয়েবাড়ির মজার অনেকটাই লুকিয়ে গায়ে হলুদের সকালে। ছবি : শাটারস্টক

বিয়েবাড়ির সকাল-বিকেল নিমন্ত্রণ। আপনি সান্ধ্যঅনুষ্ঠানের সাজগোজ ঠিকও করে ফেলেছেন অথচ সকালে কী পরবেন, তা ঠিক করে উঠতে পারছেন না। হয়তো ভেবেছেন, বন্ধুর বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভাল শাড়ি বা ভাল পোশাক পরে যাবেন। সাধের সাদা ঢাকাই শাড়িটা বারও করেছেন সোনার গয়না দিয়ে সাজবেন বলে কিন্তু ভয় পাচ্ছেন, কেউ যদি শাড়িতে হলুদ লাগিয়ে দেয় তবে তো শাড়িটা নষ্ট হয়ে যাবে। একই ভয়ে গায়ে হলুদের সকালের জন্য সবচেয়ে অপছন্দের শাড়িটি বেছে নেন অনেকে। গায়ে হলুদ যখন, তখন হলুদ লাগাই স্বাভাবিক। তবে কয়েকটি উপায় জানা থাকলে হলুদের দাগ সহজেই তুলে ফেলা যায়।

Advertisement

ছবি: সংগৃহীত।

কী ভাবে তুলবেন হলুদের দাগ?

১। কাপর কাচার তরল সাবান এ ক্ষেত্রে বেশি উপযোগী। প্রথমেই তরল সাবানের ফেনা দাগ লাগা অংশটির উপরে ভাল ভাবে ছড়িয়ে দিন। কয়েক মিনিট রেখে দেওয়ার পরে আঙুল গোল করে ঘুরিয়ে দাগের উপর ওই ফেনা ভাল ভাবে ঘষে দিতে থাকুন। আরও কিছু ক্ষণ রেখে ভাল করে জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

২। যদি হলুদের দাগ উঠতে না চায় তবে ব্লিচ ব্যবহার করা যেতে পারে। তবে তার আগে জেনে নিতে হবে, যে কাপড়ে ব্লিচ ব্যবহার করছেন, সেই কাপড় ব্লিচ থেকে কোনও ক্ষতির সম্ভাবনা আছে কি না। সিল্ক অথবা উলের জিনিসের ক্ষতি করতে পারে ব্লিচ। আবার রঙিন কাপড়ের রংও নষ্ট করে দিতে পারে ব্লিচ। তাই সতর্ক হয়েই ব্যবহার করুন। ব্লিচ করতে চাইলে সাদা কাপড়েই ব্যবহার করা ভাল। প্রথমে একটি বালতিতে ঠান্ডা জল নিয়ে তাতে আধ কাপ ব্লিচ মিশিয়ে নিন। তার পর ওই জলে ২০ মিনিট দাগ লাগা কাপড় ভিজিয়ে রাখুন। তার পর ঘষে ধুয়ে ফেলুন।

—ফাইল চিত্র।

৩। যদি রেশম বা অন্য কোনও কোমল কাপড়ে দাগ লেগে থাকে, যাতে ব্লিচ করা সম্ভব নয় তবে সেই কাপড়ে সাদা ভিনিগার ব্যবহার করতে পারেন। দুই টেবিল চামচ সাদা ভিনিগারের সঙ্গে এক টেবিল চামচ বাসনমাজার তরল সাবান মিশিয়ে নিন। তার পর ওই মিশ্রণটি দাগ লাগা জায়গায় লাগিয়ে রাখুন অন্তত ৩০ মিনিট। তার পরে ঠান্ডা জলে ধুয়ে নিন।

৪। যদি হলুদের দাগে তেলও থাকে, তবে প্রথমে পেপার টাওয়েল দিয়ে প্রথমে বাড়তি তেল শুষে নিন। এ বার দাগ লাগা জায়গাটির উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। এক ঘণ্টা ও ভাবেই থাকতে দিন। এ বার সাদা ভিনিগার, বাসন ধোয়ার তরল সাবান এবং জল মিশিয়ে দাগের উপর স্প্রে করুন। হালকা হাতে ঘষে ঠান্ডা জলে ধুয়ে নিন।

৫। কড়া দাগ হলে ঠান্ডা জলে বেকিং সোডা গুলে তাতে সারারাত কাপড় ভিজিয়ে রাখুন। সোডা দেওয়া জল দাগকে দুর্বল করে দেয়। তাতে সহজেই দাগ উঠে যাবে।

Advertisement
আরও পড়ুন