রাত বাড়লে এমনকি, ভোরের দিকেও জানান দিচ্ছে শিরশিরানি, কনকনে ভাব। সেই ঠান্ডা ভাবে কাটাতে পারেন পর্দার বুদ্ধিদীপ্ত ব্যবহারে। বেশি শীতেও ঘর গরম রাখতে ওই উপায় কাজে লাগবে।
কাঠের আসবাব যদি হেলাফেলায় থাকে বা তার যত্ন নেওয়া না হয়, তা হলে দেখবেন তাড়াতাড়ি সেগুলিতে ঘুণ ধরতে শুরু করেছে। কী ভাবে পুরনো দিনের আসবাবের যত্ন নেবেন।