Winter Plant Care

শীতে ঘরের গাছে কি ঠান্ডা জলই দেবেন? কতটা সার বা আলোর দরকার! কী ভাবে যত্ন নেবেন?

শীতে গাছের কী ভাবে যত্ন নেওয়া উচিত, কী করলে ঘরের ভিতরে রাখা আদরের গাছেরা ভাল থাকবে তা নিয়ে চিন্তিত থাকেন অনেকেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২০:৩৩

—ফাইল চিত্র।

শীতে জল খেতে কষ্ট হয়। ঠান্ডার মধ্যে গলা দিয়ে ঠান্ডা জল নামলে আরও বেশি কাঁপুনি ধরে গায়ে। যাঁরা গাছ ভালবাসেন, তাঁদের অনেকেই শীতে গাছের টবে ঠান্ডা জল দেওয়ার আগে দ্বিধা বোধ করেন। শীতে গাছের কী ভাবে যত্ন নেওয়া উচিত, কী করলে ঘরের ভিতরে রাখা আদরের গাছেরা ভাল থাকবে তা নিয়েও চিন্তিত থাকেন অনেকে। গাছ প্রেমী এবং বাগানের নানা খুঁটি নাটি বিষয়ের ব্লগার নেল ফস্টার জানালেন, শীতে ঘরের ভিতরে রাখা গাছের যত্ন নিতে কী কী করা উচিত, আর কী করা উচিত নয়।

Advertisement

—ফাইল চিত্র।

১। জল কম দিন: শীতে গাছে ঘন ঘন বা বেশি জল দেবেন না। মাটিতে ভিজে ভাব থাকলে জল না দিলেই ভাল। আর টবের নীচে থাকা প্লেটে বেশি জল না জমিয়ে রাখাই ভাল।

২। জলের তাপমাত্রা: নেল বলছেন, ‘‘শীতে গাছেরা বিশ্রাম নেয়। বরফ-ঠান্ডা জল তাদের ভাল লাগে না। আমি ব্যক্তিগত ভাবে ঘরের গাছে যে জল দিই তা সব সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থাকে।’’

৩। আলোতে রাখুন: শীতের দিনর মেয়াদ কম। তাই সূর্যের আলোও কম পায় গাছ। তাই শীতে গাছকে এমন জায়গায় রাখুন, যেখানে দীর্ঘ ক্ষণ আলো থাকে। দরকার হলে টবকে মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে দিন। যাতে গাছের সমস্ত দিকে আলো পড়ে।

৪। সার নয়: ঘরের গাছ শীতে সুপ্ত বা আধা সুপ্ত অবস্থায় থাকে। তাই ওই সময় তাদের অতিরিক্ত খাবার দিয়ে বিরক্ত না করাই ভাল। দিন বড় হলে এবং তাপমাত্রা কিছুটা বারলে তবেই সার দিন।

৫। টব বদল নয়: টব বদলানোর দরকার হলে, তা শীতে না করাই ভাল। কিছু দিন অপেক্ষা করে যান। বসন্ত এলে তখন টব বদলাতে পারেন।

Advertisement
আরও পড়ুন