Pudina Plant Care

ঘর থেকে পোকা-মাকড়, মশা-মাছি তাড়াতে আদর্শ পুদিনা গাছ! শীতে চারা বসালে, কী ভাবে যত্ন নেবেন?

পুদিনা গাছ ঘরে রাখা মানে, এক কাজে বহু মুশকিল আসান! আর ঘরে যদি পুদিনা গাছ লাগাতে চান, তবে এই শীত আর বসন্তের মাঝামাঝি সময়ই হল আদর্শ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩৬

ছবি : সংগৃহীত।

অন্দরসজ্জায় কাজে লাগানো যেতে পারে। আবার তার গুণেরও শেষ নেই। পুদিনা গাছ একাধারে ঘর থেকে মশা-মাছি, পোকা-মাকড় তাড়াতে সক্ষম। আবার প্রয়োজন মতো রান্না-বান্না, সকালের স্বাস্থ্যকর পানীয়তেও কাজে লাগানো যেতে পারে। চাই কি রূপচর্চা এমনকি ওষধি হিসাবেও কাজে আসতে পারে। এমন গাছ ঘরে রাখা মানে, এক কাজে বহু মুশকিল আসান! আর ঘরে যদি পুদিনা গাছ লাগাতে চান, তবে এই শীত আর বসন্তের মাঝামাঝি সময়ই হল আদর্শ।

Advertisement

ছবি: সংগৃহীত।

কী ভাবে পুদিনা গাছের যত্ন নেবেন?

শীতে যদি পুদিনা গাছের চারা কিনে থাকেন, তবে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।

১। রোদ: এমন জায়গায় গাছটি রাখুন, যাতে দিনে অন্তত ৪-৬ ঘণ্টা সূর্যের আলো পায়।

২। জল: নিয়মিত জল দিন। তবে মনে রাখবেন মাটি যেন জলে থকথকে না হয়ে যায়। টবের মাটি থাকবে আর্দ্র।

৩। মাটি: এমন ভাবে টবের মাটি সাজান যাতে জল ভাল ভাবে বেরিয়ে যেতে পারে। টবে জল যেন জমে না থাকে।

৪। ছাঁটাই: নিয়মিত গাছের ডগা ছাঁটুন। যাতে গাছ লম্বায় না বাড়ে। বরং আশপাশে ঘন ডালপালা তৈরি হয়।

৫। টব: যে পাত্রেই রাখুন, তাতে যেন অবশ্যই জল বেরনোর জায়গা থাকে।

৬। পাতা: মাঝে মাঝে পাতা তুলে ব্যবহার করুন। তাতে গাছ ভালই থাকবে।

Advertisement
আরও পড়ুন