ছবি: সংগৃহীত।
সমাজমাধ্যম প্রভাবীদের এখন রমরমা। ঝাঁ চকচকে মোড়কে নিত্য নতুন ভিডিয়ো আর ছবি দর্শকের কাছে পরিবেশন করাই তাঁদের কাজ। তেমনই অভিনব একটি ভিডিয়ো তৈরি করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়লেন এক ফিটনেস প্রভাবী। ঘটানটি ঘটেছে গুজরাতে। শহরের ব্যস্ত রাস্তায় ভিডিয়ো শুট করার মুহূর্তটি ছড়িয়ে পড়েছে সমসাজমাধ্যমে।
সকাল সকাল শহরের ব্যস্ত রাস্তার মাঝে বসে যোগচর্চা করছেন এক তরুণী। আশপাশ দিয়ে চলে যাচ্ছে গাড়ি। ভাবছেন সাজানো চিত্রনাট্যের শুটিং চলছে? একেবারেই না। জিমের পোশাক পরে রাস্তার উপর চলন্ত গাড়ি আসছে দেখেও দু’পায়ের দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় মাটিতে বসে পড়েন তিনি। কী হচ্ছে বুঝতে না পেরে হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। ঠিক সেই মুহূর্তে রাস্তা থেকে উঠে পড়েন ওই তরুণী। পুরো ঘটনা ধরা থাকে ক্যামেরায়। নিত্যযাত্রীদের মধ্যে কেউ সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। এই ভাবে প্রাণের ঝুঁকি নিয়ে, প্রকাশ্যে ট্র্যাফিক আইন ভঙ্গ করার অপরাধে গুজরাত পুলিশ ওই তরুণীর খোঁজ করতে শুরু করে। ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখেই তাঁকে আটক করে পুলিশ।
সমাজমাধ্যমে অনুরাগীর সংখ্যা বাড়িতে তোলার তাগিদ এবং নিত্য নতুন ভিডিয়ো তৈরি করার নেশায় প্রাণের ঝুঁকি নিয়ে এমন কাজ করা এবং ট্র্যাফিক আইন ভঙ্গ করার জন্য ওই তরুণীকে সতর্ক করে পুলিশ। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য ক্ষমাও চাইতে হয় তাঁকে। ভারতীয় দণ্ডবিধির ২৮৩ নম্বর ধারা অনুযায়ী, সাধারণ মানুষ চলাচল করে এমন সড়ক কিংবা জলপথে যে কোনও ধরনের অপরাধমূলক কাজ করার শাস্তি জেল কিংবা জরিমানা। ক্ষেত্র বিশেষে দুটিই। তবে এ ক্ষেত্রে কোনটি প্রয়োগ করা হয়েছে, সে বিষয়ে সঠিক কিছু জানা যায়নি।