Pori Moni

হাতের উপর হাত, প্রাক্তন স্বামীর জন্মদিনে জীবনের নতুন প্রেমের কথা জানালেন পরীমণি

চলন্ত গাড়ির ভিতরে একটি ভিডিয়ো দেন পরীমণি। যেখানে একটি হাতের উপর এল আরও একটি হাতে। কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো দিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘নতুন করে প্রেমে পড়লাম।”

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২০:০৬
Bangladeshi actress Pori Moni shares she falls in love once again

ফের কার প্রেমে পড়লেন পরীমণি? ছবি: সংগৃহীত।

শঙ্খ ঘোষের ‘সঙ্গিনী’ কবিতার লাইন দুটো যেন নিজের জীবনে বাস্তবায়িত করলেন পরীমণি। ‘হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়, এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে। সহজ কথা ঠিক ততটা সহজ নয়।’ গত বছর বিয়ে ভেঙেছে অভিনেত্রীর। এ বার প্রাক্তন স্বামী শরিফুল রাজের জন্মদিনে মধ্যরাতে গাড়ির ভিতরে একটি ভিডিয়ো দিলেন অভিনেত্রী। যেখানে একটি হাতের উপর এল আরও একটি হাত। কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো দিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘নতুন করে প্রেমে পড়লাম।”

Advertisement

অভিনেত্রীর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল সমাজমাধ্যম জুড়ে। তবে কি ফের প্রেমে পড়লেন অভিনেত্রী! যদিও শরিফুলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়মকে নিয়েই তাঁর জীবন সে কথা স্পষ্ট জানিয়েছেন। অভিনেত্রী আরও জানান, তাঁর সন্তানেরাই তাঁর জীবনের একমাত্র প্রেম। অন্য কোনও প্রেমের জায়গা নেই। এ ছাড়াও বিভিন্ন সময় সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, অন্য কোনও প্রেমের জন্য আর সময় নেই তাঁর।

যদিও অভিনেত্রীর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকে অনুরাগীরা খুশি। প্রায় সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে সূত্রের খবর, এই ভিডিয়োয় দুটো হাতই পরীমণির নিজেরই। অভিনেত্রী যে প্রেমে পড়ার কথা বলেছেন সেটা আসলে খানিকটা নিজের সঙ্গে নিজের প্রেমে পড়ার কথাই তুলে ধরেছেন। যদিও কোনও মানুষকে প্রকাশ্যে না আনায় খানিক রহস্যের আভাস তৈরি হয়েছে। হয়তো সেই রহস্যের আঁধার বজায় রাখতে চেয়ে এমন মজা করেছেন নায়িকা! যদিও অভিনেত্রীর বাঁ হাতের ঘড়ি জানান দেয় সেই হাত তাঁরই।

Advertisement
আরও পড়ুন