কলকতায় ৫ লক্ষ টাকার কমে কিনতে পারেন কোন কোন গাড়ি? ছবি: সংগৃহীত
নতুন বছর প্রায় এসে গেল। অনেকেই বছরের শুরুতেই নতুন কিছু করার পরিকল্পনা করেন। কেউ জিমে যান, কেউ নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেন, কেউ আবার নিজের কিংবা পরিবারের জন্য কিনে ফেলতে চান নতুন কোনও উপহার। অনেকেই নতুন বছরে কিনতে চান গাড়ি। কিন্তু চাইলেই তো হল না, সাধের সঙ্গে সাধ্যের ফারাক থাকলে মুশকিল। যাঁদের অর্থানুকূল্য নেই, তাঁদের জন্য রইল ৩টি এমন গাড়ির সন্ধান, যেগুলির দাম ৫ লক্ষ টাকার কম।
মারুতি অল্টো ৮০০
কলকাতায় মারুতি অল্টো ৮০০-এর দাম শুরু হচ্ছে ৩ লক্ষ ৩৯,০০০ টাকা থেকে। সর্বনিম্ন দামের মডেল মারুতি অল্টো ৮০০ এসটিডি ওপিটি। এটি পুরোপুরি পেট্রোল চালিত গাড়ি। সবচেয়ে দামি মডেলটির দাম ৫.০৩ লক্ষ টাকা। নাম মারুতি অল্টো ৮০০ এলএক্সআই ওপিটি এস-সিএনজি। তবে গাড়ি রাস্তায় বার করতে গেলে খরচ আরও একটু বেশি। আরটিও ও বিমা করানোর পর মারুতি অল্টো ৮০০ এসটিডি ওপিটি গাড়িটির দাম পড়বে ৩ লক্ষ ৮০,০০০ টাকার কাছাকাছি।
মারুতি অল্টো কে১০
মারুতি অল্টো কে১০ গাড়িটিও পেয়ে যেতে পারেন ৫ লক্ষ টাকার মধ্যে। এই গাড়িটির সবচেয়ে কম দামি সংস্করণটির দাম ৩ লক্ষ ৯৯,০০০ টাকার কাছাকাছি। এই সংস্করণটি পেট্রলচালিত। আরটিও, বিমা মিলিয়ে গাড়িটির অন রোড দাম পড়বে ৪ লক্ষ ৪৩,০০০ টাকার কিছু বেশি। অল্টো কে১০-এর অন্যান্য সংস্করণগুলির দাম অবশ্য ৫ লক্ষের বেশিই পড়বে।
মারুতি এস-প্রেসো
তৃতীয় গাড়িটিও মারুতির। নাম এস-প্রেসো। যাঁরা একটু ‘স্পোর্টি’ দেখতে গাড়ি পছন্দ করেন, তাঁদের ভাল লাগতে পারে এটির নকশা। সবচেয়ে কম দামি সংস্করণটির দাম কলকাতায় ৪ লক্ষ ২৫,০০০ টাকা মতো। আরটিও এবং বিমা সমেত রাস্তায় বার করার খরচ পড়বে ৪ লক্ষ ৭৪,০০০ টাকার কাছাকাছি।
তবে মনে রাখবেন, স্থান ভেদে গাড়ির দাম কম-বেশি হতে পারে। এখানে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের দাম বলা হয়েছে।