Murshidabad murder

আদিবাসী মহিলার অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার মুর্শিদাবাদে, ধর্ষণ করে খুন বলে দাবি পরিবারের

ফাঁকা জমিতে আদিবাসী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নবগ্রামে। পরিবারের দাবি, বধূকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৬:২৪
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফাঁকা জমিতে আদিবাসী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নবগ্রামে। পরিবারের দাবি, বধূকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই বধূ। রাতে তিনি বাড়ি ফিরেছিলেন কি না, তা পরিবারের কেউ জানেন না। কারণ, বাড়িতে আর কেউ ছিলেন না। এর পর শুক্রবার সকালে ধানের জমি থেকে ওই মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। গ্রামবাসীরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিতে অর্ধনগ্ন অবস্থায় পড়ে ছিল মহিলার দেহ। দেহের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন ছিল। কেটে দেওয়া হয়েছিল গলার নলি। ডান হাতও কেটে ফেলা হয়েছিল। মৃতের দাদা বলেন, ‘‘প্রায় ১৫ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল বোনের। তার পর থেকে মায়ের সঙ্গেই থাকত ও। যে অবস্থায় দেহ উদ্ধার হয়েছে তা থেকে স্পষ্ট, ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।’’

মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত সুপার (লালবাগ) রসপ্রীত সিংহ বলেন, ‘‘ক্ষতবিক্ষত অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’’

Advertisement
আরও পড়ুন