Puzzle

Puzzle: আমের মধ্যে লুকিয়ে আছে টিয়া! দেখুন তো খুঁজে পান কি না

কখনও কখনও হরেক ধরনের ধাঁধা নিয়ে মেতে ওঠেন নেটাগরিকরা। সেই তালিকায় নবতম সংযোজন হল একটি টিয়া ও আমের ধাঁধা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০৬:৪৬
মজার ধাঁধা

মজার ধাঁধা ছবি: সংগৃহীত

নেটমাধ্যমে মাঝেমধ্যেই ‘ভাইরাল’ হয়ে যায় নানা ধরনের পোস্ট। ‘চা-কাকু’ থেকে ‘কাঁচা বাদাম’, কখন কিসে মেতে ওঠেন নেটাগরিকরা, তা আগে থেকে বলে দেওয়া মুশকিল। রঙ্গ রসিকতা ছাড়াও কখনও কখনও আবার হরেক ধরনের ধাঁধাতেও মেতে ওঠেন নেটাগরিকরা। সেই তালিকায় নবতম সংযোজন হল একটি টিয়া পাখি ও আমের ধাঁধা।

Advertisement

নেটমাধ্যমে ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি আম। আর তার মধ্যেই লুকিয়ে আছে ছোট্ট একটি টিয়া পাখি। লালচে সবুজ আমগুলির মধ্যে হঠাৎ একেবারেই ধরা যায় না টিয়াটিকে। কারণ আর কিছুই নয়, টিয়া পাখিটির রং অবিকল আমগুলির মতোই। এমনকি, আকারের দিক থেকেও আমের মতোই ছোট টিয়াটি।

মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রয়েছে টিয়াটি। তাই পাখিটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে। আর যাঁরা হাজার খুঁজেও দেখতে পাচ্ছেন না টিয়া পাখিটি, তাঁদের জন্য সবার শেষে রইল সমাধান।

এই সেই টিয়া

এই সেই টিয়া ছবি: সংগৃহীত

Advertisement
আরও পড়ুন