Pet Hair Cleaning

ঝাড়লেও সোফায় লেগে থাকে পোষ্যের লোম? আর কোন উপায়ে তা পরিষ্কার করবেন?

বাড়িতে যাঁদের পোষ্য রয়েছে তাঁরা জানেন, সোফা-কম্বলে একবার লোম আটকে গেলে তোলা কতটা কঠিন। কী ভাবে সোফা পরিষ্কার করবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৬:২৩
পোষ্যের লোম পরিষ্কার ঝক্কি বলে মনে হয়? জেনে নিন সহজ উপায়।

পোষ্যের লোম পরিষ্কার ঝক্কি বলে মনে হয়? জেনে নিন সহজ উপায়। ছবি: ফ্রিপিক।

চারপেয়ে পোষ্যরা আদরের হলেও, যন্ত্রণা তাদের লোম নিয়ে। সারমেয় হোক বা বিড়াল, সোফা থেকে বিছানায় তাদের অবাধ বিচরণ হলে, এই সমস্ত জায়গাতেই ছড়িয়ে থাকে লোম। যাঁদের বাড়িতে পোষ্য আছে তাঁরা জানেন, বিশেষত সোফায় একবার সেই লোম আটকে গেলে, তা পরিষ্কার করতে গিয়ে কালঘাম ছুটে যায়।

Advertisement

কী ভাবে সেই লোম পরিষ্কার করবেন, পরিষ্কার রাখবেন সোফা?

প্রথমেই জেনে নেওয়া দরকার, সোফাটি কী ভাবে পরিষ্কার করা যায়। কারণ, সোফা বিভিন্ন ধরনের হয়। কোনও কোনও সোফা সাবান জল দিয়ে পরিষ্কার করা গেলেও, কোনওটি তাতে নষ্ট হতে পারে। সোফা কেনার সময় তার সঙ্গে কোনও কাগজপত্র থাকলে, সেখানে তা পরিষ্কারের নির্দেশিকাও দেওয়া থাকে।

ভ্যাকিউম ক্লিনার: পোষ্যের লোম পরিষ্কারের জন্য অত্যন্ত কার্যকর ভ্যাকিউম ক্লিনার। তবে উচ্চক্ষমতা সম্পন্ন যন্ত্র কেনাই ভাল। না হলে চট করে লোম পরিষ্কার হবে না। পোষ্য থাকলে নিয়মিত সোফা পরিষ্কার করা প্রয়োজন। এই যন্ত্রে সোফার উপর পড়ে থাকা বড় বা আলগা লোমগুলি পরিষ্কার হয়ে যায়।

ব্রাশ: পোষ্যের ছোট ছোট লোম অনেক সময় সোফায় এমন ভাবে আটকে থাকে ভ্যাকিউম করার পরেও পরিষ্কার হয় না। এ জন্য পাওয়া যায় বিশেষ ধরনের ব্রাশ। সোফা, মেঝে পরিষ্কারের জন্য আলদা ব্রাশ হয়।

স্টিকি রোলার: পোষ্যের লোম পরিষ্কার করার আরও একটি কার্যকর জিনিস হল স্টিকি রোলার। ছোট, বড় বিভিন্ন আয়তনের হয় এগুলি। একটি রোলার থাকে এটির। হাতল ধরে রোলার সোফায় বুলিয়ে দিলেই, তাতে লেগে থাকে লোম, নোংরা এতে আটকে যায়।

রবারের দস্তানা: অনেকেই হয়তো জানেন না লোম পরিষ্কারের জন্য রবারের দস্তানাও কাজে আসে। এ জন্য কাঁটা কাঁটা নরম দস্তানা পাওয়া যায়। এই দস্তানা পরে পোষ্যের গায়ে হাত বুলালে তার যেমন আরাম হয়, তেমনই আলগা লোম উঠে আসে। চাইলে সোফার উপরে এমন দস্তানা পরে হাত বুলাতে পারেন। এতে সেখানে লেগে থাকা লোম উঠে আসবে।

পোষ্যের যত্ন: নিয়মিত পোষ্যের যত্ন করলে, প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে লোম কাটছাঁট করলে, কিছুটা হলেও লোম ঝরার পরিমাণ কমানো যেতে পারে।

আরও পড়ুন
Advertisement