কোরিয়ার তারকাদের কোমল, জেল্লাদার ত্বকের রহস্যটা ঠিক কী? ছবি: সংগৃহীত।
কোরিয়ার পপ গান, ওয়েব সিরিজ়, কে ড্রামা ইদানীং তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। কোরিয়ার তারকাদের অভিনয় যেমন নজরকাড়া, তেমন তাঁদের ত্বকের জেল্লা। কোরিয়ার মহিলা কিংবা পুরুষ, সকলের ত্বক দেখলেই মনে হয় যেন আলোর ছটা বেরোচ্ছে। কাচের মতো ঝকঝকে তাঁদের ত্বক। মুখে দাগের ছিটেফোঁটাও নেই। কোরিয়ার তারকাদের কোমল, জেল্লাদার ত্বকের রহস্যটা ঠিক কী? আসলে কোরিয়ানরা বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন না। রূপচর্চার জন্য তাঁরা ভরসা করেন ঘরোয়া মাস্কে। কী কী দিয়ে তৈরি করবেন সেই মাস্ক?
১) হলুদ, মধুর মাস্ক
সম পরিমাণ কাঁচা দুধ, গুঁড়ো হলুদ এহং মধু এক সঙ্গে মিশিয়ে নিন। মিনিট পনেরো এই মিশ্রণ মুখে মেখে রাখুন। তার পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন। মুখের জেল্লা তো ফিরবেই। কালচে দাগ ছোপও উধাও হবে।
২) ওটমিল, মধুর মাস্ক
সমপরিমাণ ওটমিল, মধু এবং কাঁচা দুধ এক সঙ্গে মিশিয়ে নিন। মুখে এই মিশ্রণ মেখে রাখুন মিনিট কুড়ি। তার পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন। মৃত কোষ সরিয়ে ভিতর থেকে ত্বকের জেল্লা ফুটে উঠবে।
৩) ব্রাউন সুগার, মধুর মাস্ক
প্রথমে ব্রাউন সুগার মিক্সিতে গুঁড়ো করে নিন। তার সঙ্গে মিশিয়ে নিন মধু। ভাল করে মিশিয়ে তার পর মুখে মেখে নিন। কিছু ক্ষণ রেখে হালকা হাতে ঘষে নিন। তার পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের জন্য এই মাস্ক বেশ উপকারী।