Photojournalist in Bihar

লোহার রড দিয়ে মাথায় আঘাত, বিহারে চিত্রসাংবাদিক খুনে ধৃত প্রতিবেশী যুবক

পূর্ণিয়ার এসপি কার্তিকেয় শর্মা জানিয়েছেন, পুলিশ দেখে বাড়ির পিছনের পাঁচিল টপকে চম্পট দেয় প্রতিবেশী পরিবার। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও তাঁর পরিবারের সদস্যেরা এখনও পলাতক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:২৭
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

দীর্ঘ দিনের বিরোধের জেরে এক চিত্রসাংবাদিককে পিটিয়ে খুন করলেন তাঁরই প্রতিবেশী যুবক! শনিবার ভোরে বিহারের পূর্ণিয়া জেলায় ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম নীলাম্বর যাদব (৩৫)। পূর্ণিয়ার হাট থানার অন্তর্গত নয়া সিপাহি টোলার বাসিন্দা নীলাম্বর পেশায় একটি হিন্দি দৈনিকের চিত্রসাংবাদিক। নিহতের ভাই পীতাম্বর জানিয়েছেন, শুক্রবার রাতে তাঁদের প্রতিবেশী যুবক ও তাঁর স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হচ্ছিল। বিরোধ থামাতে নীলাম্বর ওই প্রতিবেশীর বাড়ি গেলে সেখানে তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন এক যুবক। অভিযোগ, তখনই মাথায় রডের আঘাত পেয়ে জ্ঞান হারান নীলাম্বর। কিছু ক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রথম নয়, দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছিল ওই দুই পরিবারের। এক বছর আগে পিস্তল নিয়ে নীলাম্বরদের বাড়িতে ঢুকে তাঁকে খুনের হুমকিও দেন অভিযুক্ত যুবক। এর পরেই নিরাপত্তার কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে সাংবাদিকের পরিবার। বাড়ির চারপাশে বসানো হয় নজরদারি ক্যামেরাও। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত সেই প্রতিবেশীর হাতেই খুন হলেন যুবক! নিহতের ভাই বলেন, ‘‘কিছু ক্ষণ পর প্রতিবেশীদের বাড়ি গিয়ে দেখি, মেঝেয় ইট, লাঠি, বাঁশ ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চাপ চাপ রক্তের মাঝেই মাটিতে পড়ে রয়েছে দাদার দেহ। আমি প্রতিবাদ করতে গেলে আমাকেও আক্রমণ করা হয়।’’

পূর্ণিয়ার এসপি কার্তিকেয় শর্মা জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দেখে বাড়ির পিছনের পাঁচিল টপকে চম্পট দেয় প্রতিবেশীর পরিবার। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও তাঁর পরিবারের সদস্যেরা এখনও পলাতক। তাঁদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহত সাংবাদিককে শেষ শ্রদ্ধা জানিয়েছেন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। প্রাক্তন সাংসদ সন্তোষ কুশওয়াহা এবং বিজেপির জেলা সভাপতি রাকেশ কুমারও নিহতের বাড়িতে পৌঁছন। ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন