প্রতীকী ছবি।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকে চাকরির কর্মখালি। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)-এ রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে ডিআইসি-র ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা পরিবর্তন হতে পারে।
সংস্থায় নিয়োগ করা হবে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে। ‘আমার ভারত প্রকল্প’-এ কাজ করতে হবে। শূন্যপদ একটি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মার্কেটিং/ বিজনেস অথবা যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর যোগ্যতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিফেকেশন’ এবং ‘ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য-সহ আবেদনপত্র পূরণ করা দরকার। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।
এই নিয়োগের বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিআইসি-র ওয়েবসাইটটি দেখতে পারেন।