: Sharvari’s Bizzare Skin Care

ব্রণ কমাতে দাঁতের মাজন! তার পর কী হয়েছিল অভিনেত্রী শর্বরীর সঙ্গে?

তারকা হয়ে ওঠার পর তাঁদের রূপচর্চা, সাজগোজ অনুসরণ করেন অনেকেই। কিন্তু তাঁরা কি কোনও ভুল করেন না? রূপচর্চা নিয়ে তেমনই কিছু কথা শোনালেন অভিনেত্রী শর্বরী ওয়াগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৪:০৫

অভিনেত্রীরাও সাজগোজ করতে গিয়ে কোনও ভুল করেন? কী বলছেন শর্বরী ওয়াগ?

নায়িকা, অভিনেত্রীদের সাজপোশাক দেখে অনুরাগীরা শেখার চেষ্টা করেন ঠিকই, কিন্তু নায়িকারা কাদের দেখে শেখেন? তারকা হওয়ার আগে তাঁরাই বা কাদের অনুসরণ করতেন?

Advertisement

রূপচর্চা, রূপটান নিয়ে অতীতের মজার ঘটনা ভাগ করে নিলেন বি টাউনের অভিনেত্রী শর্বরী ওয়াগ। এক সময় সহ-পরিচালক হিসাবে কাজ শুরু করা শর্বরী এখন অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয়। গত বছরেই ‘মুঞ্জ্যা’, ‘বেদা’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। হাতে রয়েছে নতুন কাজও। তাঁর রূপচর্চা, ফিটনেস— অনেক কিছু নিয়েই অনুরাগী মহলে আগ্রহ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন শর্বরী। জানিয়েছেন, আর পাঁচজনের মতো ‘ট্রেন্ড’-এ গা ভাসিয়ে সেলোটেপ লাগিয়ে আইলাইনার পরা থেকে ব্রণ কমাতে মাজন ব্যবহারের মতো অনেক কীর্তিকলাপই এক সময় করেছিলেন তিনি।

কেমন ছিল সেই অভিজ্ঞতা? রাতে মাজন লাগিয়ে শুয়েছিলেন, আর সকালে উঠে দেখেন পুরোটাই বালিশে লেগে গিয়ে একাক্কার! তবে মাজনে ব্রণ কমেছিল কি না, তা অবশ্য জানা যায়নি।

চোখের নীচের কালি তুলতে কী করতে হয়, কী ভাবে লিপস্টিক লাগাতে হয়, কী ভাবেই বা চোখের নজরকাড়া মেকআপ করা যায়, সে সবের উত্তর এখন চাইলেই পাওয়া যায় মুঠোফোনে। তা অনুসরণও করেন অনেকে। নিখুঁত ভাবে ‘উইংড’ আইলাইনার পরার জন্য ‘সেলোটেপ’ ব্যবহারের কৌশল সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। চোখের বাইরের কোণে ছোট্ট এক টুকরো সেলোটোপ লাগিয়ে দিতে হয়। তার পর আইলাইনার লাগিয়ে সেলোটোপ খুলে দিলেই তা কাঙ্ক্ষিত রূপ পায়। দেখতে লাগে পাখির ডানার মতো। সেই কৌশলও অনুসরণ করেছিলেন অভিনেত্রী।

তবে এখন ফ্যাশন নিয়ে যথেষ্ট সচেতন শর্বরী। খুব বেশি প্রসাধনী বা সাজগোজ নয়, বরং হালকা আরামদায়ক ডেনিমের পোশাক, জ্যাকেট, সুতির জামাকাপড়ই তাঁর পছন্দ। লিপ অয়েল বা লিপ বাম ব্যবহার করতেই স্বচ্ছন্দ তিনি। আর ত্বকের যত্নে বেছে নেন ‘আইস রোলার’।

Advertisement
আরও পড়ুন