—নিজস্ব চিত্র।
সিপিএমের ছাত্র-যুবর মিছিল ঘিরে ধুন্ধুমার বর্ধমানের কার্জনগেট চত্বরে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত দোষীদের শাস্তি এবং যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ফেরানোর দাবিতে এসএফআই-ডিওয়াইএফআই-এর মিছিল করে কার্জনগেট চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় শুক্রবার বিকেলে। তারা শহরের কার্জনগেট চত্বর অবরোধও করে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের ধস্তাধস্তি শু হয়।
পথ অবরোধ চলাকালীন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অবরোধকারীরা কুশপুত্তলিকা দাহ করতে গেলে বাধা দেয় পুলিশ। অবরোধকারীরাও পুলিশকে আটকানোর চেষ্টা করে। এই নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে দু’পক্ষের মধ্যে। হাতাহাতি শুরু হয়। পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়।
যুব নেতা অনির্বাণ রায়চৌধুরীর অভিযোগ, ‘‘পুলিশ লাঠিচার্জ করেছে। তারা মেয়েদের শ্লীলতাহানি করেছে। পুলিশের এই আচরণ দলদাসের মত। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে পুলিশ।’’