2 Ingredients Toner

মাত্র দু’টি উপকরণ, তা দিয়েই পেতে পারেন কৃতির মতো পেলব ত্বক, কী এমন মাখেন অভিনেত্রী?

নায়িকাদের মতো রূপ, মসৃণ ত্বক, লাবণ্য কে না চায়? তবে রূপচর্চায় অভিনেত্রীরা সব সময় নামীদামি প্রসাধনী ব্যবহার করেন, তা কিন্তু নয়। চাইলে তাঁদের কৌশলে রূপচর্চা করা যায় বাড়িতেই। ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার কৌশল জানালেন কৃতি শ্যানন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৩:১০
কৃতীর মতো টানটান ত্বক পেতে কী ভাবে রূপচর্চা করবেন?

কৃতীর মতো টানটান ত্বক পেতে কী ভাবে রূপচর্চা করবেন? ছবি:ফ্রিপিক।

নামীদামি প্রসাধনীর বদলে যে সমস্ত অভিনেত্রী, নায়িকারা ঘরোয়া উপাদানে রূপচর্চায় বিশ্বাস করেন, কৃতি শ্যানন তাঁদেরই মধ্যে একজন। বছর ৩৪-এর নায়িকার রূপ-সৌন্দর্য সবসময়ই চর্চিত। অনুরাগীদের সব সময়ই কৌতূহল বি-টাউনের নায়িকাদের ব্যক্তিগত জীবন, রূপচর্চা নিয়ে। ভক্তদের জন্যই বিভিন্ন সাক্ষাৎকারে রূপচর্চা নিয়ে নিজের ভাবনা, কী মাখেন না মাখেন তা মাঝেমধ্যেই বলেন কৃতি। আর তা থেকেই জানা যায় তাঁর ব্যবহৃত টোনারের কথা।

Advertisement

দুই উপকরণের টোনার, কী ভাবে বানাবেন?

অভিনেত্রী আগেই জানিয়েছেন তাঁর রূপচর্চায় থাকে গ্লিসারিন। বিশেষত শীতের দিনে বা ত্বক শুষ্ক হয়ে গেলে গ্লিসারিন রূপচর্চায় জরুরি হয়ে ওঠে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, বলিরেখা দূর করতে, জেল্লা আনতে কয়েক ফোঁটা গ্লিসারিন যথেষ্ট। কৃতি মনে করেন, গ্লিসারিনের তেমন কদর না থাকলেও ত্বকের যত্নে এই উপাদানটির বিকল্প আর একটিও নেই। গোলাপজল এবং গ্লিসারিনের টোনার ব্যবহার করেন তিনি। খুব সহজে তা বানিয়ে ফেলা যায় বাড়িতে।

উপকরণ

১ টেবিল চামচ গ্লিসারিন

৫ টেবিল চামচ গোলাপ জল

পদ্ধতি

১:৫ অনুপাতে দুই উপকরণ খুব ভাল করে মিশিয়ে পরিষ্কার স্প্রে বোতলে ভরে নিন। তবে ত্বকের ধরন অতিরিক্ত শুষ্ক হলে গ্লিসারিনের মাত্রা বাড়িয়ে নেওয়া যেতে পারে।

কী ভাবে মাখবেন?

ফেসওয়াশ দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন। মুখ মুছে টোনার স্প্রে করুন। মিনিট দশেক সেটি মুখে শুকিয়ে যেতে দিন। তার পর ময়েশ্চারাইজ়ার অথবা সিরাম মাখুন। নিয়মিত টোনারের ব্যবহারে ত্বকে ফিরবে লাবণ্য। মুখে ফুটে উঠবে জেল্লা।

Advertisement
আরও পড়ুন