পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। —নিজস্ব চিত্র।
এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। এ নিয়ে বিজেপির মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল কোচবিহারে। সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। বিজেপির অভিযোগ, যুব মোর্চার মিছিলে হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডাবাহিনী। পাল্টা শাসকদল তৃণমূলের দাবি, তাদের মিছিল শেষে কর্মীরা বাড়ি ফিরছিলেন। সেই সময় তাদের উপর হামলা চালায় বিজেপি।
শুক্রবার দুপুরে নানা বিষয়ে নিয়ে একটি মিছিল করে তৃণমূল। শহর পরিক্রমার পর যখন শাসকদলের কর্মীরা বাড়ি ফিরছিলেন, সেই সময় বিজেপিও একটি মিছিল বার করে। তাদের অভিযোগ, তৃণমূল সরকারের দুর্নীতির জন্যই এত শিক্ষক-শিক্ষিকার চাকরি গিয়েছে। গন্ডগোল বাধে সেই সময়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থলে এখন বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।