Sonakshi Sinha and Jaheer Iqbal's wedding

লাল, গোলাপি কিংবা প‍্যাস্টেল নয়! বিয়ের সন্ধ‍্যায় সাদা শাড়িতে লাজে রাঙা হলেন সোনাক্ষী

রবিবাসরীয় বিয়ের সন্ধ‍্যায় স্ত্রীর সাজের সঙ্গে যোগ‍্য সঙ্গত দিলেন জাহিরও। তিনিও সাজলেন সাদায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৪ ২১:৪৩
বিয়ে সারলেন সোনাক্ষী-জ়াহির।

বিয়ে সারলেন সোনাক্ষী-জ়াহির। ছবি: সংগৃহীত।

বিয়েতে কেমন হবে সোনাক্ষীর বেশ, তা নিয়ে একটা কৌতূহল ছিলই। বাকি বলিউড কনেদের মতোই সাজবেন সোনাক্ষী সিন্‌হা না কি আলাদা কোনও চমক থাকবে তাঁর কনের সাজে, দিনভর নানা কল্পনায় ব‍্যস্ত ছিলেন তাঁর অনুরাগী। অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটল। শ্বেতশুভ্র শাড়িতে কনের সাজে দেখা দিলেন সোনাক্ষী। জীবনের বিশেষ দিনে মা পুনম সিনহার শাড়ি পরেছিলেন সোনাক্ষী। ৪৪ বছরের পুরনো শাড়িতেই কনে সাজে সেজেছেন অভিনেত্রী।

Advertisement

বছর দুয়েক আগের এক বিয়েতেও কনের এমন ‘সাদা’মাঠা সাজ দেখেছিল বলিউড। লাল, গোলাপি, কমলা লেহঙ্গার বদলে আইভরি রঙের অরগ‍্যাঞ্জা শাড়িতে সেজে রণবীর কপূরের গলায় মালা দিয়েছিলেন আলিয়া ভট্ট। বিয়ের দিন উজ্জ্বল রঙের বসন ছেড়ে আলিয়ার এমন ছিমছাম সাজ নিয়ে চর্চা কম হয়নি। এ বার খানিকটা সেই পথেই হাঁটলেন সোনাক্ষীও। জীবনের এমন বিশেষ দিনের জন‍্য সফেদ রং বেছে নিলেন।

নববধূর পরনে চিকনকারি নকশার অফহোয়াইট শাড়ি। শাড়ির সঙ্গে রং মিলিয়ে থ্রি কোয়ার্টার হাতা ব্লাউজ। গলায় চওড়া কুন্দনের নেকলেস। কানে ঝোলা দুল। খোঁপায় সাদা ফুল জড়ানো। দু'হাতে সোনালি চুড়ি। কপালে পাথরের ছোট্ট টিপ। হালকা মেকআপ। ছিমছাম সাজেই নতুন জীবনে প্রবেশ করলেন নায়িকা। সোনাক্ষী-জ়াহিরের সাত বছরের প্রেম পরিণতি পেল।

রবিবাসরীয় বিয়ের সন্ধ‍্যায় স্ত্রীর সাজের সঙ্গে যোগ‍্য সঙ্গত দিলেন জ়াহিরও। তিনিও সাজলেন সাদায়। ধবধবে সাদা চিকনকারির পাঞ্জাবি-পাজামায় বরবেশে প্রকাশ‍্যে এলেন জ়াহির। সইসাবুদের পর অর্ধাঙ্গিনীর হাতে চুম্বন এঁকে দিলেন জ়াহির। সোনাক্ষীও জ়াহিরকে আলিঙ্গন করে ভাসলেন আবেগে।

জ়াহিরের বাড়ি থেকেই পাঠানো হয়েছে সোনাক্ষীর বিয়ের সাজপোশাক। রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী-জ়াহিরের রিসেপশনের অনুষ্ঠানে। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনও রঙের পোশাক পরেন।

Advertisement
আরও পড়ুন