Mangalsutra Bracelet

অম্বানীদের ছোট বৌমা পরেন! হাতে মঙ্গলসূত্র পরে আপনিও তৈরি করতে পারেন ‘ফ্যাশন স্টেটমেন্ট’

ভারতীয় বহু পরিবারেই বিয়ের পরের এক বছর মঙ্গলসূত্র বা ওই জাতীয় বিয়ের চিহ্নগুলি খুলতে নিষেধ করেন পরিবারের গুরুজনেরা। রাধিকার বিয়ের এখনও এক বছর হয়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:১০
রাধিকা মার্চেন্ট।

রাধিকা মার্চেন্ট। ছবি : ইনস্টাগ্রাম।

বাঙালির শাঁখা-সিঁদুর-লোহা বাঁধানো বা বিদেশের বিয়ের আংটির মতোই ভারতের বহু প্রদেশে বিবাহিত মহিলারা গলায় মঙ্গলসূত্র পরেন। ধনীশ্রেষ্ঠ মুকেশ অম্বানীর পরিবারের মহিলা সদস্যরাও ব্যতিক্রম নন। সদ্য অম্বানীদের ছোট পুত্রের সঙ্গে বিয়ে হয়েছে রাধিকা মার্চেন্টের। তাঁকেও বিভিন্ন অনুষ্ঠানে মঙ্গলসূত্র পরেই হাজির হতে দেখা গিয়েছে। তবে দিন কয়েক আগে রাধিকাকে সেই মঙ্গলসূত্রই একটু অন্য ভাবে পরে এক অনুষ্ঠানে হাজির হলেন রাধিকা। দেখা গেল গলার বদলে তাঁর মঙ্গলসূত্রটি পেঁচানো রয়েছে ডান হাতে!

Advertisement

রাধিকার ওই অন্য রকম ফ্যাশনে এক লহমায় মুগ্ধ হয়েছেন নোটাগরিকেরা। অম্বানীদেরই একটি ক্যাফের উদ্বোধনে গিয়েছিলেন রাধিকা। তাঁকে সাজিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কপূরের দিদি রিয়া কপূর। রাধিকাকে ফরাসি ব্র্যান্ড ডিওরের একটি ফুলের নকশার কালো ফ্রক পরিয়েছিলেন রিয়া। পোশাকটির গলার অংশটি অনেকটা নীচু পর্যন্ত নামানো ছিল। পশ্চিমী আদবের ওই পোশাকের সঙ্গে গলায় মঙ্গলসূত্রটি না পরে সেটি হাতে জড়িয়ে নিয়েছেন রাধিকা। রিয়ার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে প্রজাপতির মতো দেখতে হিরের লকেট দেওয়া মঙ্গলসূত্রটিকে ব্রেসলেটের মতো হাতে জড়িয়ে নিয়েছেন রাধিকা। কিন্তু কাছছাড়া করেননি।

ছবি: ইনস্টাগ্রাম।

ভারতীয় বহু পরিবারেই বিয়ের পরের এক বছর মঙ্গলসূত্র বা ওই জাতীয় বিয়ের চিহ্নগুলি খুলতে নিষেধ করেন পরিবারের গুরুজনেরা। রাধিকার বিয়ের এখনও এক বছর হয়নি। সম্ভবত একই বিশ্বাস থেকে রাধিকাও তাঁর বিয়ের চিহ্নটি সঙ্গে রেখেছেন। তবে গলায় হার হিসাবে না পরে ব্রেসলেটের মতো করে পরেছেন তিনি। কালো পোশাকের সঙ্গে কালো পুঁতি আর আর সোনার পুঁতি দিয়ে গাঁথা হারের ব্রেসলেট বেমানান লাগছে না মোটেই।

ছবি: ইনস্টাগ্রাম।

ইদানীং বহু বাঙালি কন্যাও শখে বা নেহাতই ফ্যাশন হিসাবে মঙ্গলসূত্র পরছেন। ভারতীয় ঐতিহ্যের কাছাকাছি থেকে ফ্যাশন করতে চাইলে রাধিকার মতো মঙ্গলসূত্র ব্রেসলেট পরতে পারেন তাঁরাও। গলার মঙ্গলসূত্র হাতে জড়িয়ে নিলে তো হয়েই গেল। তবে এখন বাজারে রেডিমেড মঙ্গলসূত্র ব্রেসলেটও পাওয়া যাচ্ছে। যে কোনও ব্র্যান্ডেড সোনার দোকানেই ওই ধরনের মঙ্গলসূত্র ব্রেসলেট পাওয়া যায়।

ছবি: ইনস্টাগ্রাম।

ব্রেসলেট মঙ্গলসূত্র বিভিন্ন ধরনের হতে পারে। কোথাও সোনার পুঁতি এবং চেনে নকশা করা থাকে, কোনওটিতে থাকে হিরের লকেট, সোনার উপর মিনা করা নজরিয়া লকেটও থাকে কোনও কোনও ব্রেসলেটে। আবার কোনও ব্রেসলেটে সোনা দিয়ে তৈরি নামের আদ্যক্ষর বা দু’-তিনটি অক্ষর জুড়ে দেওয়া থাকে। যেমন রাধিকারও মঙ্গলসূত্র ব্রেসলেটে একটি সোনা এবং হিরের তৈরি ইংরেজির ‘আর’ অক্ষর জোড়া আছে।

ছবি: ইনস্টাগ্রাম।

ওই ধরনের ব্রেসলেটের দাম শুরু ১০ হাজার টাকা থেকে। তবে সোনার পরিমাণ অনুযায়ী দাম বাড়বে। রাধিকার কিছু দিন আগে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকেও দেখা গিয়েছিল মঙ্গলসূত্র ব্রেসলেট পরতে। বলিউডের তারকা শৌখিনিরা বলছেন, গলায় মঙ্গলসূত্র পরলে এখনকার নানা রকম ফ্যাশনের সঙ্গে মাননসই না-ও লাগতে পারে। কিন্তু মঙ্গলসূত্র ব্রেসলেট সব কিছুর সঙ্গেই মানিয়ে যাবে। হয়তো তাই ওই ফ্যাশনের প্রতি ঝোঁক বাড়ছে।

Advertisement
আরও পড়ুন