Maskara

Mascara Removal Tips: মাস্কারা চোখের পাতায় শক্ত হয়ে এঁটে থাকে? সহজেই তা তুলবেন কী করে

মাস্কারা পরার পদ্ধতি সকলের জানা থাকলেও চোখের পাতা থেকে তা তোলার সঠিক উপায় অনেকেরই অজানা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ২০:০০
মাস্কারা তোলার সঠিক উপায় অনেকেরই অজানা।

মাস্কারা তোলার সঠিক উপায় অনেকেরই অজানা। ছবি: সংগৃহীত

চোখের রূপটান নিখুঁত না হলে সাজগোজ সম্পূর্ণ হয় না। চোখের সৌন্দর্য বাড়াতে কাজল তো রয়েছেই। তবে দু’টি চোখ আকর্ষণীয় করে তুলতে মাস্কারার জুড়ি মেলা ভার। মাস্কারা পরার পদ্ধতি সকলেরই জানা। মাস্কারা তোলার সঠিক উপায় অনেকেরই অজানা। এ ক্ষেত্রে বেশ কিছু ভুলে সমস্যা বাড়তে পারে। চোখের রূপটান তোলার সময় তাই অধিক সতর্ক থাকা প্রয়োজন।

মাস্কারা তুলবেন কোন উপায়ে?

Advertisement

১) মাস্কারা তুলতে কয়েক ফোঁটা ময়েশ্চারাইজার তুলোয় নিয়ে চোখের পাতায় বুলিয়ে নিন। তবে বেশি ঘষে ঘষে মুছবেন না। হালকা হাতে ধীরে ধীরে ঘষে নিয়ে মাস্কারা তুলে নিন।

২) বাজারে মাস্কারা তোলার জন্য আলাদা বিভিন্ন প্রসাধনী পাওয়া যায়। চোখের মাস্কারা তুলতে ব্যবহার করতে পারেন সেগুলিও।

৩) নারকেল তেল দিয়ে সহজেই মাস্কারা তুলতে পারেন। নারকেল তেলে তুলো ভিজিয়ে চোখের উপর এক মিনিট মতো রেখে দিন। কয়েক মুহূর্ত পরে হালকা হাতে মাস্কারা মুছে নিন।

৪) শিশুদের জন্য ব্যবহৃত ক্রিম দিয়ে মাস্কারা তুলতে পারেন। বাচ্চাদের প্রসাধনীতে রাসায়নিক কোনও উপাদান থাকে না। ফলে চোখের রূপটান তুলতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বাচ্চাদের ব্যবহৃত কোনও ক্রিম।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement