—ফাইল চিত্র।
নিয়মিত মেকআপ করার পাশাপাশি দিনের শেষে মেকআপ পরিষ্কার করে তুলে ফেলাও জরুরি। রূপটানশিল্পীরা বলেন ত্বকের পরিচর্যার মূল কথাই হল ত্বককে পরিষ্কার রাখা। কিন্তু অনেক সময়েই দিনের শেষে বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করা নিয়ে মাথা ঘামানোর মতো ইচ্ছেশক্তি অবশিষ্ট থাকে না অনেকেরই। তাই রোজের নিয়ম মেনে ক্লিনজ়ার বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করেই ত্বকের প্রতি দায়িত্ব সারেন। কিন্তু সেটা করতে গিয়ে অনেক সময় না জেনেবুঝেই এমন কিছু প্রসাধনী ব্যবহার করে ফেলেন, যা ত্বকের জন্য ক্ষতিকর।
কী কী বিষয় খেয়াল রাখবেন?
১। ক্লিনজ়ার কেনার সময়ে বুঝে কিনতে হবে। রূপটানশিল্পীদের পরামর্শ, মিসেলার ওয়াটার সমৃদ্ধ ক্লিনজ়ার কিনুন। মিসেলার ওয়াটার স্পর্শকাতর ত্বকের জন্য ভাল।
২। ক্রিম বা অয়েল বেসড রিমুভার ত্বকের জন্য ভাল। প্রথমে ওই ধরনের রিমুভার দিয়ে মুখ পরিষ্কার করে তার পরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় রেখেই মেকআপ এবং ধুলোময়লা দূর করা যাবে।
৩। চোখের চারপাশের ত্বক বেশি নরম এবং স্পর্শকাতর হয়। তাই চোখের চারপাশের মেকআপ তোলার সময় বেশি স্ক্রাবিং বা ঘষাঘষি না করাই ভাল। বদলে তুলো বা নরম ওয়াইপ্স ভিজিয়ে আলতো করে থুুপে পরিষ্কার করুন।
৪। দীর্ঘস্থায়ী মাস্কারা ব্যবহার করলে বা লিকুইড ম্যাট লিপস্টিক ব্যবহার করলে মেকআপ তোলার সময় অতিরিক্ত সতর্ক হতে হবে। অয়েল বেসড ক্লিনজ়ার দিয়ে আলতো হাতে ঘষে মেকআপ তুলুন।
৫। মেকআপ তোলার পর ত্বককে আর্দ্র রাখুন টোনার অথবা ত্বকের পিএইচের সমতা বজায় রাখতে পারে এমন তরল দিয়ে। গোলাপজল, অ্যালো ভেরা অথবা চামোমিল এ ক্ষেত্রে ভাল কাজ করতে পারে।
৬। অয়েল বেসড রিমুভারের বদলে নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।