কমলালেবুর খোসা ত্বকের পোড়া ভাব কমায়। ছবি: সংগৃহীত
শীত ঢোকার সঙ্গে সঙ্গে বাজার এসে যায় কমলালেবু। বহু বাঙালির কাছেই শীতের আসল মজা লুকিয়ে আছে এই ফলের স্বাদে। কিন্তু শুধু সুস্বাদু বলেই যে এর এত চাহিদা, তা নয়। শীতে নিয়মিত কমলালেবু খেলে রোগবালাই কম হয়। কারণ এর ভিটামিন সি রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয়।
এই পর্যন্ত অনেকেরই জানা। কিন্তু এই লেবুর মতোই এর খোসারও অনেক গুণ। বিশেষ করে ত্বকের পরিচর্যায় কাজে লাগে কমলালেবুর খোসা। কী ভাবে কমলালেবুর খোসা দিয়ে ত্বকের যত্ন নেবেন? রইল সন্ধান।
১) ব্রণ সারাতে কমলালেবুর খোসা খুব কাজে দেয়। সংক্রমণ আটকানোর মতো নানা উপাদান এতে রয়েছে। কমলালেবুর খোসা সিদ্ধ করে সেই জলে মুখ ধুতে পারেন। এতে ব্রণর প্রবণতা কমবে।
২) রোদে পোড়ার দাগ কমাতে কমলালেবুর খোসার জুড়ি মেলা ভার। এই খোসা কুচিকুচি করে কেটে তার সঙ্গে লেবুর রস, চন্দন গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। সেই মিশ্রণ মুখে আধ ঘণ্টা মাখিয়ে রেখে ধুয়ে ফেলুন। রোদে পোড়া দাগ কমবে।
৪) কমলালেবুর খোসা থেঁতো করে তার সঙ্গে টক দই মিশিয়ে সপ্তাহে দু’দিন প্যাক হিসাবে ব্যবহার করুন। এতে ত্বক মসৃণ ও কোমল হবে।
৫) স্ক্রাবার হিসাবেও ভাল কাজ করে কমলালেবুর খোসা। মৃত কোষকে সরিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে।