Eye Mascara

Makeup Tips: চোখেই উঠবে ঝড়, মাস্কারা লাগানোর সময়ে মাথায় রাখুন কিছু নিয়ম

অন্য কোনও মেকআপ না করলেও শুধু মাস্কারাই বদলে দিতে পারে আপনার চেহারা। কিন্তু লাগানোর সময়ে কিছু নিয়ম মেনে চলুন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ২১:৪৪
মাস্কারা লাগানোর আগে কিছু নিয়ম জেনে নিন।

মাস্কারা লাগানোর আগে কিছু নিয়ম জেনে নিন। ছবি: সংগৃহীত

কাজলকালো চোখের সৌন্দর্য তখনই আরও নজর কাড়বে, যখন চোখের পলক আরও ঘন হবে। অনেকে অবশ্য ঝুটো পলক লাগিয়ে নেন। কিন্তু আপনি যদি কিছু সহজ নিয়ম মেনে চলতে পারেন, তা হলে মাস্কারাতেই চোখের পলক যথেষ্ঠ ঘন দেখাবে। জেনে নিন সেগুলি কী।

১। পাউডার

মাস্কারা লাগানোর আগে খানিক ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিন। খুব সামান্য লাগিয়ে তার পর মাস্কারার কোট দিন। এতে চোখের পলক অনেক বেশি ঘন লাগবে। আরও ঘন দেখাতে চাইলে প্রথম কোট লাগিয়ে শুকিয়ে নিন। তার পর আবার পাউ়ডার লাগিয়ে দ্বিতীয় কোট লাগান।

Advertisement

২। স্পুলি

মাস্কারা লাগানোর পর এক-এক জায়গায় বেশি পড়ে যাচ্ছে। একটি স্পুলি দিয়ে চোখের পলক এক বার করে টেনে নিন। তা হলে সমান ভাবে মাস্কারা লাগানো হবে।

কাজলকালো চোখের সৌন্দর্য তখনই আরও নজর কাড়বে, যখন চোখের পলক আরও ঘন হবে। অনেকে অবশ্য ঝুটো পলক লাগিয়ে নেন। কিন্তু আপনি যদি কিছু সহজ নিয়ম মেনে চলতে পারেন, তা হলে মাস্কারাতেই চোখের পলক যথেষ্ঠ ঘন দেখাবে। জেনে নিন সেগুলি কী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

৩। পরিষ্কার করুন

মাস্কারা লাগানোর কাঠিতে অনেক অনেক মাস্কারার স্তর পড়ে শুকিয়ে যায়। তার পর আর ঠিক মতো মাস্কারা লাগানো যায় না। তাই মাঝেমাঝে এটা পরিষ্কার করুন কোনও মেকআপ তোলার তরল দিয়ে।

৪। পদ্ধতি

মাস্কারা লাগানোর সময়ে একটি পদ্ধতি মেনে চলুন। প্রথমে চোখের পলকের নীচের দিক থেকে শুরু করুন। প্রথমে নীচের দিকে খানিক ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়ে উপরের দিকে টেনে নিন। এতে পলক অনেক বেশি বড় দেখাবে।

Advertisement
আরও পড়ুন