পিয়ার্সিং করার পরে যত্ন নেবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
বন্ধুর কথা শুনে এই ভ্যাপসা গরমেই কানের উপরের অংশে ‘পিয়ার্সিং’ করিয়েছেন। যাতে ‘বুগাডি’ দুল পরতে পারেন। এর আগেও দু’বার কান ফুটিয়েছেন। কিন্তু সে ছিল শীতকালের সময়। তাই বিশেষ কষ্ট হয়নি। কিন্তু এই বার ‘পিয়ার্সিং’ করার পর কিছুতেই কানে দুল পরতে পারছেন না। সালোঁয় যে দুলটি দিয়ে ‘গানশট’ করে কানে পিয়ার্সিং করিয়েছিলেন, সেটি খুলতে গেলেই রক্ত বেরিয়ে আসছে, ব্যথা করছে। গরমকাল বলে শুকোতেও সমস্যা হচ্ছে।
শুনুন তবে। বেশির ভাগ ক্ষেত্রেই সালোঁর যন্ত্রপাতি থেকে এই ধরনের সংক্রমণ হয়। প্রতিটি সাঁলো বা পার্লারের গুণগত মান সমান হয় না। তাই পিয়ার্সিং করানোর আগে ভাল করে যাচাই করে নিতে হবে সালোঁটি গুণমান। সে তো না হয় হল। তার পরের যত্ন কেমন হবে?
১. ফুটো করার পরে কিছু দিন অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন। তার আগে ঈষদুষ্ণ জলে সামান্য নুন দিয়ে ওই জায়গা এবং তার সংলগ্ন অংশটি পরিষ্কার করে নিন।
২. মুখ ধোয়া বা স্নান করার সময় সতর্ক থাকটা জরুরি। ক’টা দিন সাঁতার কাটাও বন্ধ রাখুন। ওই অংশে বেশি জল বসতে দেওয়া যাবে না।
৩. অ্যালকোহল-যুক্ত সলিউশন বা মৃদু সাবান দিয়ে আলতো হাতে ছিদ্র করা স্থানটি পরিষ্কার করুন।
৪. ধৈর্য রাখতে হবে। কানের লতিতে যে ফুটো করা হয়, তা শুকোতে সাধারণত দু’তিন মাস সময় লাগে। কিন্তু শরীরের অন্যান্য জায়গার ক্ষেত্রে তা শুকোতে দশ মাস পর্যন্ত সময় লাগে। সুতরাং ফুটো করিয়েই সঙ্গে সঙ্গে শৌখিন দুল পরতে পারবেন এমন ধারণা কিন্তু ভুল।
৫. ঘুমের সময়ও সতর্ক থাকা জরুরি। এমন ভাবে শোবেন, যেন কানে আঘাত না লাগে।