UPI Payment

ইন্টারনেট ছাড়াই ইউপিআইতে লেনদেন, কী ভাবে করবেন?

ইন্টারনেট ছাড়াও মোবাইল ফোন থেকে ইউপিআইতে লেনদেন করতে পারেন গ্রাহক। তবে তার জন্য ইউএসএসডি কোড জানতে হবে তাঁকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৫:০৯
UPI transaction without internet how to make the payment

—প্রতীকী ছবি।

যত সময় গড়াচ্ছে, ততই আরও বেশি করে ডিজ়িটাল পেমেন্টের দিকে ঝুঁকছে আমজনতা। বাড়ছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের লেনদেন। গৃহস্থালির পণ্য কেনা থেকে শুরু করে খাবার বা ওষুধ, এমনকি বিল পেমেন্টের ক্ষেত্রেও অনেকেই এই প্রযুক্তিটি ব্যবহার করছেন।

Advertisement

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। এটি পুরোপুরি ভাবে ইন্টারনেটের উপর নির্ভরশীল। ওই পরিষেবা পাওয়া না গেলে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন না গ্রাহক। এই সমস্যা দূর করতে পদক্ষেপ করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। নতুন পদ্ধতিতে ইন্টারনেট ছাড়াই ইউপিআইতে লেনদেন করতে পারছেন গ্রাহক।

এনপিসিআইয়ের নতুন পদ্ধতিতে ইন্টারনেট ছাড়া ইউপিআই পরিষেবা পেতে গ্রাহককে ইউএসএসডি কোড এবং *৯৯# ডায়াল করতে বলা হয়েছে। এতে অফলাইনেও ব্যাঙ্কিং পরিষেবা পাবেন তিনি। এ ভাবে টাকা লেনদেন ছাড়াও ইউপিআইয়ের পিন সেট বা পরিবর্তন করা এবং অ্যাকাউন্ট ব্যালেন্সও দেখা যাবে।

অফলাইন অবস্থায় ইউএসএসডি কোডের মাধ্যমে লেনদেন করতে প্রথমে গ্রাহককে তাঁর মোবাইল ফোন থেকে *৯৯# ডায়াল করে সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর মোবাইলের স্ক্রিনে ফুটে উঠবে ভাষার কলম। সেখান থেকে পছন্দ মতো ভাষা বেছে নিতে পারবেন তিনি।

ভাষার পাশাপাশি স্ক্রিনে ফুটে ওঠা একটি নম্বরও গ্রাহককে বেছে নিতে হবে। দ্বিতীয় পর্যায়ে কী ধরনের ব্যাঙ্কিং পরিষেবা পেতে চাইছেন, সেটা তাঁকে জানাতে হবে। অর্থাৎ, টাকার লেনদেন, ব্যালেন্স জানা বা লেনদেনের হিসাব কোনটি তিনি করতে চাইছেন, সেটা বলতে হবে।

টাকা লেনদেনের জন্য এর পর এক প্রেস করতে হবে। স্ক্রিনে একটি নতুন ফর্ম খুলে গেলে সেখানে মোবাইল নম্বর এবং ইউপিআই আইডি লিখতে হবে। সব শেষে টাকার পরিমাণ এবং ইউপিআই পিন লিখে পাঠিয়ে দিলে সম্পূর্ণ হবে লেনদেন।

Advertisement
আরও পড়ুন