এক সপ্তাহেই কোমল ত্বকে ফিরবে দীপ্তি। কী ভাবে সম্ভব হবে? ছবি: ফ্রিপিক।
ক্রমশই নামছে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীত না পড়লেও, বাতাসে হিমেল পরশ। মরসুম বদলের এই সময় ক্রমশই আর্দ্রতা কমতে থাকে ত্বকে। যার ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক। উধাও হয় জেল্লা।
কিন্তু সামনেই বিয়েবাড়ির মরসুম। শীত মানেই আনন্দ, হুল্লোড়, পার্টি। এই সময় কী ভাবে ফের ঝলমলিয়ে উঠবে ত্বক, তা-ও আবার মাত্র এক সপ্তাহেই?
সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বক এবং চুলের যত্ন প্রয়োজন। বি টাউনের তারকারাও বিভিন্ন সময়ে জানিয়েছেন, ধারাবাহিক ভাবেই রূপচর্চা করেন তাঁরা। আর দরকার উপযোগী সঠিক উপকরণ বেছে নেওয়া এবং পদ্ধতি জানা। এক সপ্তাহ নিয়ম মেনে রূপচর্চা করলেই ফল মেলা সম্ভব। তবে দীর্ঘস্থায়ী ফল পেতে হলে, তা করে যেতে হবে বছরভর।
কী ভাবে ৭ দিনে ফিরবে ত্বকের জৌলুস?
১. শুরুটা করুন ডবল ক্লিনজ়িং দিয়ে। বিষয়টি কী? প্রতি দিন বেরোনোর সময় অল্পবিস্তর মেকআপ করেন। বাড়ি ফিরে প্রথমেই নারকেল তেল বা মেকআপ রিমুভার দিয়ে সেটি তুলে ফেলুন। তার পর ব্যবহার করুন ফেসওয়াশ।
২. ক্লিনজ়িং-এর পাশাপাশি এক্সফোলিয়েশন জরুরি। ক্লিনজিং-এ ত্বকের ধুলো-ময়লা পরিষ্কার হলেও ত্বকের রন্ধ্রে জমে থাকা তেল, মরা কোষ যায় না। সে জন্য দরকার এক্সফোলিয়েশন। প্রতি দিন নয়, তবে সপ্তাহে অন্তত ২দিন।
৩. ভাল ভাবে ক্রিম ব্যবহারের পর ফেসিয়াল স্টিম ব্যবহার করলে, ত্বক গভীর ভাবে পরিষ্কার হয়। ক্লিনজ়িং-এর পর ক্রিম মেখে স্টিম নিতে হবে। একটি পাত্রে গরম জল নিয়ে তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন। জলের বাষ্প মুখে এসে লাগবে। তবে মুখ সেই গরম পাত্রের খুব কাছে যেন না থাকে। চোখ বন্ধ রাখতে হবে। ২ থেকে ৫ মিনিটই এ জন্য যথেষ্ট।
৪. রাতে শোয়ার আগে ত্বকের যত্ন নিতেই হবে। ক্লিনজ়িং, টোনিং এবং ময়েশ্চারাইজ়িং। চোখের চারপাশের স্পর্শকাতর ত্বকে বলিরেখা আটকাতে ‘আন্ডার আই ক্রিম’-ও ব্যবহার করা দরকার।
৫.শীতের মরসুমে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারায়। শুষ্ক ত্বক শুধু দেখতেই নিষ্প্রাণ লাগে না, বলিরেখাও দ্রুত পড়ে। তাই এই সময় ত্বকের প্রয়োজন বাড়তি আর্দ্রতা। সারা দিনে পর্যাপ্ত জল খাওয়ার পাশাপাশি কোকো বাটার, গ্লিসারিন যুক্ত ক্রিম ব্যবহার জরুরি।
৬. ত্বককে পুষ্টি জোগাতে, গভীর ভাবে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে সিরাম। ত্বকের উপযোগী সিরাম বেছে নিতে হবে। এবং প্রতি রাতে শোয়ার আগে তা ব্যবহার করতে হবে।
৭. সৌন্দর্যের সঙ্গে ঘুমের গভীর যোগ। বি টাউনের তারকারাও রূপচর্চার কথা বলার সময় পর্যাপ্ত ঘুমের কথা উল্লেখ করেন। ঘুমোনোর সময় ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত হয়। শরীর বিশ্রাম পায়। তাই সৌন্দর্য ধরে রাখতে চাইলে, এই ধাপ যেন ঠিক থাকে দেখতে হবে।