ছবি : সংগৃহীত।
সাজগোজ করলেই তো হল না। সাজের সাথে মাথায় রাখতে হয় আরও অনেক কিছু। ধরুন চোখে কাজল পরলেন, সেখানেই ভাবনা শেষ হল না। কাজল যাতে দু’ঘণ্টা পরে ঘেঁটে চোখের কালি না হয়ে যায়, সে দিকেও খেয়াল রাখতে হয়। তার ব্যবস্থা করতে হয় কাজল পরার সময়। অথবা কাজল যদি পরে পরবেন বলে ভেবে থাকেন, তবে ব্যাগে কাজলের পাশাপাশি তাকে যথাস্থানে টিকিয়ে রাখার ‘ব্যবস্থা’টিকেও সঙ্গে রাখতে হয়। এই ‘ব্যবস্থা’টি আইলাইনার হতে পারে। এ বার যদি চোখে মাসকারা পরার পরিকল্পনা থাকে, তবে সঙ্গে নিতে হবে মাসকারাটিকেও। ধরুন হাতে পার্স ছাড়া কিছুই নেওয়ার উপায় নেই। লিপস্টিক আর চিরুনি নিতেই হবে। নিতে হবে একটা রুমাল বা টিস্যুও। ব্যাগ হালকা করতে হলে কোনটি বাদ দেবেন?
গভীর চিন্তায় পড়ার মতো প্রশ্ন বটে। কিন্তু সেই প্রশ্নের সমাধান করে দিয়েছেন রূপটান শিল্পীরাই। তাঁরা বলছেন, নিশ্চিন্তে আইলাইনারটিকে বাদ দিতে পারেন। বাদ দিতে পারেন কাজলকেও। কারণ একা মাসকারাই দু’দিক সামাল দিতে পারবে। শুধু সঙ্গে লাগবে ছোট্ট সরু তুলি।
নিউ ইয়র্কের মেক আপ শিল্পী ক্যারিসা ফেরারি বলছেন, ‘‘মাসকারাকে আইলাইনার হিসাবে ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ। আমি প্রায়ই ব্যবহার করি। তাতে আইলাইনার ঘেঁটে যাওয়ার ঝুঁকিও থাকে কম। ’’
কী ভাবে ব্যবহার করবেন?
১। চেষ্টা করুন যে তুলিটি ব্যাবহার করবেন, সেটি যেন সামান্য তীর্যক আকৃতিতে কাটা থাকে।
২। এ বার মাস্কারার ব্রাশে লেগে থাকা তরলে ব্রাশটি ভিজিয়ে ইচ্ছেমতো টান দিন চোখের উপরের পাতায়।
৩। কাজলের কাজ করতে মাস্কারর ব্রাশটি চোখের নীচের পল্লবের গোড়ায় হালকা ভাবে ছুঁইয়ে নিন। এ বার তুলিতে লেগে থাকা অতিরিক্ত মাস্কারা দিয়ে ঘষে নীচের পাতার ওয়াটার লাইনের নীচে ইচ্ছমতো কালচে ভাব আনুন।